ট্রাভেল বাংলাদেশ চ্যালেঞ্জ বুক বইটি লিখেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। বইটি আমি রকমারি থেকে কিনেছিলাম বেশ কয়েকমাস আগে। প্রথমে ভেবেছিলাম বইটি বেশ সহায়ক হবে কিন্তু, আমি হতাশ হয়েছি। সহজ অর্থে বই এর রিভিউ বতে গেছে বলা যায় যে, এটি স্কুলের বাচ্চাদের জন্য একটি ভ্রমণ বই। যদিও এই কথাটা রকমারিতে বই এর বর্ণনায় লিখা ছি যে, "যে এটা আসলে শুধু বই না; আবার শুধু লেখার খাতাও না— দুটোর একটা মিশেল।"
স্কুল কলেজের বাচ্চাদের জন্য এই বই অনেকটাই পারফেক্ট বলা যায়। তবে যদি কারো আগ্রহ থাকে এই বই পড়ার তবে চাইলে আমার থেকে ফ্রিতে নিয়ে পড়তে পারেন। কতটা উপকৃত হবে তা জানি না। এছাড়া, রকমারি এবং অন্যান্য স্থানেও এই বইয়ের রিভিউ তেমন ভালো পেলাম না।
আপনি কি এই বইটা কিনেছেন বা পড়েছেন? এই বই নিয়ে আপনার মতামত জানাতে পারেন। আর বইটি পড়তে চাইলে আমার সাথে যোগাযোগ করতে আপ্রেন কিংবা এখানে জানাতে পারেন।
স্কুল কলেজের বাচ্চাদের জন্য এই বই অনেকটাই পারফেক্ট বলা যায়। তবে যদি কারো আগ্রহ থাকে এই বই পড়ার তবে চাইলে আমার থেকে ফ্রিতে নিয়ে পড়তে পারেন। কতটা উপকৃত হবে তা জানি না। এছাড়া, রকমারি এবং অন্যান্য স্থানেও এই বইয়ের রিভিউ তেমন ভালো পেলাম না।
আপনি কি এই বইটা কিনেছেন বা পড়েছেন? এই বই নিয়ে আপনার মতামত জানাতে পারেন। আর বইটি পড়তে চাইলে আমার সাথে যোগাযোগ করতে আপ্রেন কিংবা এখানে জানাতে পারেন।