নতুন প্রোফাইল পোস্ট

পৃথিবীর সব দেশের মাঝে বাংলাদেশই আমার কাছে সবচেয়ে সুন্দর। সুইজারল্যান্ড হয়তো দ্বিতীয় হতে পারে। I wish... ❤️🇧🇩
দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির বুকে বসবাস খোইসান ভাষাভাষী আদিবাসী জনগোষ্ঠীর। তারা তাদের সনাতনী ধারার জীবনযাপন পদ্ধতি অনেকটা ধরে রাখতে পেরেছে। বিরূপ পরিবেশ ও আবহাওয়ার বিপরীতে চলে তাদের টিকে থাকার লড়াই। তাদেরকে পৃথিবীর অন্যতম দক্ষ Trekker ও Tracker হিসেবে গণ্য করা হয়।কারন, পদচিহ্ন অনুসরণ করে তারা শিকারের পিছনে ছুটতে পারে দিনের পর দিন। পথ চিনে ফিরে আসতে তাদের একটুও ভুল হয় না।
Khoisan or Khoe-Sān is a catch-all term for the indigenous peoples of Southern Africa who trad...jpg
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করে নিরাপদে বেজক্যাম্পে (৪ হাজার ১৩০ মিটার) নেমে এসেছেন বাবর আলী। অভিনন্দন
ভ্রমণে যে শান্তি পাই, সেটা আর কোথাও মেলে না।
নতুন কোনো জায়গায় গেলে মনটাই অন্যরকম ফ্রেশ হয়ে যায়।
নতুন মানুষ, নতুন খাবার, ভিন্ন পরিবেশ—সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।
জীবনে কাজ-কর্মের চাপ তো থাকবেই, কিন্তু মাঝে মাঝে একটু ঘুরে আসা দরকার।
ভাবি, যত দিন বাঁচি, তত দিন ঘুরেই কাটিয়ে দিই!​
গতকাল কুহুডাক কমিউনিটি 'ভ্রমণ আড্ডা'য় পরিবর্তন করা হয়েছিল। তবে কিছু কারণবশত আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে এসেছি।
ওড়াওড়ি
–––
পানকৌড়ি কি খায় মাছেরা কি তা জানে?
পাখিরা ঝাঁক বেঁধে উড়ে যায় দূর আকাশের পানে।
দুপুরের রোদে শুকিয়ে যায় অশ্রু ভেজা চোখ,
দূর থেকে তাও একবার দেখা হোক–
পাখিদের ওড়াওড়ি, মাছেদের ডুব টুপ আর,
মেঘেদের ছড়াছড়ি।
(সংগৃহীত)​
কুহুডাকের এই ভ্রমণ কমিউনিটি, ভ্রমণ আড্ডা (www.vromonadda.com) ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি। কেমন হবে?
হিমছড়ি জায়গাটা কেমন?
  • লাইক
Reactions: Arif
Arif
Arif
হিমছড়িতে আমি অনেকবার গিয়েছি। পাহাড়ের উপরে, পাশে ঝর্না রয়েছে। উপর থেকে কক্সবাজারের সি ভিউ টা দারুণ লাগে।