ভ্রমণে যে শান্তি পাই, সেটা আর কোথাও মেলে না।
নতুন কোনো জায়গায় গেলে মনটাই অন্যরকম ফ্রেশ হয়ে যায়।
নতুন মানুষ, নতুন খাবার, ভিন্ন পরিবেশ—সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।
জীবনে কাজ-কর্মের চাপ তো থাকবেই, কিন্তু মাঝে মাঝে একটু ঘুরে আসা দরকার।
ভাবি, যত দিন বাঁচি, তত দিন ঘুরেই কাটিয়ে দিই!