২০১২ সালের কোনো এক সময়। হুট করেই মাথায় এল সুন্দরবন ভ্রমণের চিন্তা। গুগল ইমেজ ঘেঁটে কিছু ছবি দেখে আগ্রহ আরও বেড়ে গেল। ইন্টারনেট তখন ছিল ২G, গুগল ম্যাপও তেমন কার্যকর ছিল না, তাই ট্রিপ প্ল্যানিং করতে হয়েছিল পুরোটাই অভিজ্ঞতা আর অনুমানের ওপর নির্ভর করে।
দুপুরে গোসল করে লাঞ্চ করে নিলাম। এবার ব্যাকপ্যাক গুছানোর পালা। কয়েটা শার্ট প্যান্ট, তোয়ালে, পারফিউম, মোবাইল চার্জার, আমার নোট খাতা, ম্যাপ, টুথব্রাশ ইত্যাদি ব্যাগ এ ঢুকিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে মোফাজ্জেলের মেসে গেলাম। ওর কাছ থেকে ওর নকিয়া ৬৬০০ মোবাইলটা নিলাম, কারণ ওর মোবাইলের ক্যামেরায় ভালো ছবি উঠত। তারপর ছুটলাম কুমিল্লা রেলস্টেশনের দিকে।
আরও: কাপ্তাই লেক: প্রকৃতির কোলে এক অভূতপূর্ব অভিজ্ঞতা
ঢাকা যাত্রা ও ট্রেনের বিড়ম্বনা
কুমিল্লা রেলওয়ে স্টেশন এ এসে ঢাকার জন্য এটা টিকেট কাটতে গেলাম। আমকে...