বিছানাকান্দি, সিলেট (ভিডিও)

  • আপনার আশেপাশে বা আপনার জেলার বিখ্যাত ও দর্শনীয় স্থান সম্পর্কে লিখুন। লক্ষ্য করুন, আপনার আশেপাশে কি কি স্থান বা স্থাপনা রয়েছে যার সম্পর্কে মানুষ তেমন জানেনা। সেটি হতে পারে একটি মসজিদ, মন্দির, জমিদারবাড়ি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পার্ক, লেক, নদী, সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা, ব্রিজ, সেতু, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, জাদুঘর কিংবা সুন্দর কোনো স্থান। আপনার কাছে থাকা মোবাইল দিয়ে ছবি তুলুন এবং সে স্থান সম্পর্কে একটি বর্ণনা দিয়ে কমিউনিটিতে আপনার জেলায় পোস্ট করুন।

Arif

কুহুডাকের প্রতিষ্ঠাতা
স্টাফ মেম্বার
এডমিনিস্ট্রেটর
মডারেটর
ফেব্র 23, 2025
48
10
11
ঢাকা, বাংলাদেশ
www.kuhudak.com
বিছানাকান্দি (Bisnakandi) বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রুস্তমপুর ইউনিয়নের একটি গ্রামের মধ্যে অবস্থিত। শহর থেকে বেশখানিক পথ দূরে। প্রকৃতির আপন লীলাখেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জলপাথড়ের ভূমি বিছনাকান্দি যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত! বিছনাকান্দির এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর। মনে হবে যেন একটি পাথরের বিছানা। এ এক অপূর্ব সৌন্দর্য, সারারাত না ঘুমিয়ে এই সৌন্দর্য দেখে নিমিষেই ক্লান্তি দূর হয়ে যাবে। মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে পা ফেলে মনে হবে পৃথিবীর সব শান্তি এখানে।


শুকনো মৌসুমে বিছনাকান্দির আসল সৌন্দর্য চোখে পড়ে না। বর্ষাকালে পানির ঢল জায়গাটিকে মায়াময় বানিয়ে তোলে। স্বচ্ছ শীতল পানির তলদেশে পাথরের পাশাপাশি নিজের শরীরের লোমও দেখা যাবে স্পষ্ট। দীর্ঘ সময় জলপাথরের বিছানায় শুয়ে বসে ছবি তুলতে তুলতে আর গোসল করতে হয়তো সময়ের হিসেব হারিয়ে ফেলবেন।

বিছনাকান্দি এর সৌন্দর্য অসাধারণ। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাথর আর পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় আকাশ আর মেঘের সাথে পাহাড়ের দলগুলো মিশে আছে। যতোই কাছে যাই পাহাড়গুলোর ততোই আকাশ থেকে যেন দূরে যেতে থাকে। আর পাহাড়ের গায়ে বেপরোয়া সাদা মেঘের দলগুলো যেন আঠার মতো লেগে থাকে।

আরও: বিছনাকান্দি – গোয়াইনঘাট, সিলেট

ভারত এবং বাংলাদেশের বর্ডার ঘেঁষে এই বিছানাকান্দির অবস্থান। আজকের ভিডিওতে আমরা সিলেটে অবস্থিত বিছানাকান্দির সৌন্দর্য দেখব, সাথে আছি আমি আরিফ হোসেন। চলুন শুরু করা যাক...
 

কমিউনিটি ফিড

ডুবাই কামলা ভিসা হচ্চে
আমি হবো ভ্রমণ পাখি!
কুহুডাক ভ্রমণ কমিউনিটি

বাংলাদেশের সেরা ভ্রমণ স্থান কোনটি?

  • কক্সবাজার সমুদ্র সৈকত

    ভোট: 2 50.0%
  • সুন্দরবন

    ভোট: 0 0.0%
  • সেন্ট মার্টিন দ্বীপ

    ভোট: 1 25.0%
  • সাজেক ভ্যালি

    ভোট: 1 25.0%
  • পানাম নগর

    ভোট: 0 0.0%
  • জাফলং

    ভোট: 0 0.0%