ভ্রমণকালীন নিরাপত্তা টিপস যা একজন ভ্রমণকারীর অবশ্যই জানা প্রয়োজন। আজকের ভ্রমণ টিপসে আমরা ভ্রমণকালীন নিরাপত্তা সম্পর্কে জানার চেষ্টা করব।
ভ্রমণে কোন কোন বিষয় গুলো খেয়াল রাখলে বা সতর্ক থাকলে ভ্রমণে বিপদে পরার সম্ভাবনা কম থাকবে, সে সব বিষয় এবং বিশ্বে প্রতিবছর ভ্রমণে নিরাপত্তার অবহেলার কারনে কত মানুষ মৃত্যুবরন করে তার একটা পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরব।
তো চলুন শুরু করা যাক…
আরও: ভ্রমণ সঙ্গী কীভাবে নির্বাচন করবেন
ভ্রমণকালীন নিরাপত্তা টিপস
ভ্রমণের ক্ষেত্রে সব ভ্রমণকারীর ভ্রমণকালীন নিরাপত্তার জন্য পূর্ব সতর্কতা অবলম্বন করা উচিত। ভ্রমণকালীন নিরাপত্তা টিপসে নিচে পয়েন্ট আকারে বিষয় গুলো তুলে ধরা হলঃ
বিদেশে ভ্রমণকালীন সময়ে আপনাকে সকল প্রকার খারাপ দিক পরিহার করতে হবে এবং হঠাৎ বাজে ঘটনাপূর্ণ ভ্রমণ পরিত্যাগের জন্যই নিরাপত্তার ব্যাপারটা জরুরী।
- আপনার ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আশেপাশের অবস্থা বিবেচনা করতে হবে।
- হঠাৎ কোথাও কোন ক্রাইম বা অপকর্ম হতে দেখলে আপনাকে সেই ক্রাইম বা অপকর্মের টার্গেট থেকে কৌশলে বেরিয়ে আসতে হবে।
- ভ্রমণে যাওয়ার পূর্বে অথবা ভ্রমণে গিয়ে আপনি বিশ্বস্ত কোনো মানুষের কাছে পাসপোর্ট এবং ভ্রমণবৃত্তান্তের একটা কপি রেখে যেতে পারেন। এতে আপনি কোন সমস্যায় পরলে আপনাকে খুঁজে পেতে সহজ হবে।
- আপনি যে দেশে ভ্রমণ করতে যাচ্ছেন সে দেশে বৈধ মেডিকেল ইন্স্যুরেন্স বা চিকিৎসা বীমা করতে পারেন। অনেক দেশে এটা বাধ্যতামূলক।
- আপনি যখন বাইরের দেশে ভ্রমণ করতে যান তখন সেখানে নিজ দেশের দূতাবাসে নিজের নাম লিপিবদ্ধ করতে পারেন।
- ভ্রমণে আপনি যদি ড্রাইভিং করতে চান; অনেক দেশই নিয়ম আছে যে তারা অন্য দেশ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করে না। কিন্তু বেশিরভাগ দেশই আছে যারা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটস অনুমোদন দিয়ে থাকে। তাই, ভ্রমণের আগে এই বিষয়টা খেয়াল রাখবেন।
- আপনি জানেন কি? কোন দেশের ইস্যু করা গাড়িবীমা অন্যদেশে অবৈধ হয়ে যায়, কিন্তু সেটা প্রায়ই দরকার হয় অস্থায়ী ভাবে সে দেশের ভেতরে বৈধ বীমা পেতে হলে।
- ভ্রমণের আগে অথবা ড্রাইভিং এর আগে অবশ্যই যে দেশ ভ্রমণ করতে যাচ্ছেন সে দেশের ড্রাইভিং রুলস বা নিয়মগুলো ভালোভাবে জেনে নিবেন।
- আবশই ড্রাইভিং অথবা গাড়িতে পরিবহনের সময় নিরাপত্তার জন্য সীটবেল্ট বেধে নিবেন। তবে, অনেক দেশেই সীটবেল্ট না বাঁধলে শাস্তি আর জরিমানার বিধান রয়েছে।
আরও: ভ্রমণে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ১০টি টিপস
বিদেশ ভ্রমণে রাস্তায় ভ্রমণকালীন নিরাপত্তা
আপনি জানেন কি? প্রতিবছর বিশ্বব্যাপী এক মিলিয়নেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়! সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে কয়েক হাজার বাংলাদেশী নাগরিক রয়েছে। এই ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশিরভাগই পথচারী।
আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, সিট বেল্ট বাঁধা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে এবং দেশে যেখানে ভ্রমন করুন না কেন, সর্বদা এই বিষটা খেয়াল রাখবেন।
আমি একজন ভ্রমণকারী হিসেবে সব সময় আপনাদের এই বিষয়টা বলে আসছি যে সর্বদা ভ্রমণের নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখুন। হয়তো আপনার সামান্য একটু খেয়াল থাকার কারনে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন।
বেঁচে থাকলেতো আবার ভ্রমণ করতে পারবেন তাই ভ্রমণে নিরাপত্তা সবার আগে। বিষয়টা মাথায় রাখবেন। ভ্রমণের জন্য ভ্রমণ টিপস গুলো পড়ুন।
আরও: ৭টি জীবন রক্ষাকারী ভ্রমণ হ্যাক টিপস
বিপজ্জনক রাস্তার নিরাপত্তা
আপনার নির্দিষ্ট গন্তব্যের উপর নির্ভর করে আপনার ভ্রমণের জন্য প্রস্তুতি নেয়ার সময় অনুগ্রহ করে নিচের বিষয়গুলি মাথায় রাখুন:
- খারাপ আবহাওয়া
- ড্রাইভিং সমস্যা
- রাতে গাড়ি চালানো
- গহীন অঞ্চলে গাড়ি চালানো
- গবাদিপশু বা রাস্তায় বাধা
- কঠিন অঞ্চল
- রাস্তা চিহ্নিতকরণ এবং লক্ষণসমূহ
- স্পটলাইট এবং ট্রাফিক সংকেত
- প্রজ্বলন
- সরু রাস্তা
- ক্রাশ বাধা
ভ্রমণে গাড়ি নিয়ে বের হওয়ার সময় নিরাপত্তা
- অতিরিক্ত টায়ার বহন করুন
- অতিরিক্ত জ্বালানী বহন করুন
- গাড়ীর কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স সাথে নিন
- রাস্তার পাশে সহায়তার প্রাপ্যতা পরীক্ষা করুন
ভ্রমণে গাড়ি চালানোর সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন
- গতিসীমা
- ট্র্যাফিক সংকেত
- হংকিং
- পাস কাটানোর সময় লাইট ফ্ল্যাশ করা
- পথচারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা
- সাইকেল আরোহীদের প্রতি দৃষ্টি রাখা
- আগ্রাসী ড্রাইভিং
- লাইসেন্সবিহীন বা অনভিজ্ঞ ড্রাইভার
- ড্রাইভিং বয়স
- মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
- মদ্যপান করে ড্রাইভিং না করা
- জরুরী প্রতিক্রিয়া (অ্যাম্বুলেন্স)
ভ্রমণে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান
বিশ্বে প্রতিবছর ভ্রমণে নিরাপত্তার অবহেলার কারনে কত মানুষ মৃত্যুবরন করে তার একটা পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরা হল।
ভ্রমণে প্রতি বিলিয়ন জার্নিতে মৃত্যু সংখ্যা
হাঁটা | ৪০ |
বাইসাইকেল | ১৭০ |
মোটরসাইকেল | ১৬৪০ |
ভ্যান | ২০ |
কার | ৪ |
বাস | ৪.৩ |
রেল | ২০ |
পানিপথ | ৯০ |
আকাশপথ | ১১৭ |
ভ্রমণে প্রতি বিলিয়ন ঘণ্টায় মৃত্যু সংখ্যা
হাঁটা | ২২০ |
বাইসাইকেল | ৫৫০ |
মোটরসাইকেল | ৪৮৪০ |
ভ্যান | ৬০ |
কার | ১৩০ |
বাস | ১১.১ |
রেল | ৩০ |
পানিপথ | ৫০ |
আকাশপথ | ৩০.৮ |
ভ্রমণে প্রতি বিলিয়ন কিলোমিটারে মৃত্যু সংখ্যা
হাঁটা | ৫৪.২ |
বাইসাইকেল | ৪৪.৬ |
মোটরসাইকেল | ১০৮.৯ |
ভ্যান | ১.২ |
কার | ৩.১ |
বাস | ০.৪ |
রেল | ০.৬ |
পানিপথ | ২.৬ |
আকাশপথ | ০.০৫ |
তথ্যসূত্র: DETR এর অক্টোবর ২০১৮ সালের সার্ভের ভিত্তিতে।
আশাকরি উপরে দেয়া ভ্রমণকালীন নিরাপত্তা টিপস গুলো মেনে চললে এবং আমার দেয়া লিংক গুলোতে গিয়ে ভ্রমণ টিপস গুলো পড়ে নিলে এবং সেই অনুসারে মেনে চললে ভ্রমণে তেমন কোন সমস্যায় পরবেন না।
ফেসবুক: Kuhudak
অনেক কিছু শিখলাম
সুন্দর লিখা
ধন্যবাদ
জাযাকাল্লাহু খাইরান অনেককিছু জানতে পারলাম বিশেষ করে ভ্রমণে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানটা।
আপনাকে অনেক ধন্যবাদ।