নাউরী মন্দির ও রথ – মতলব, চাঁদপুর
৫ মিনিটে পড়া যাবে
মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়। মন্দির বলতে বুঝানো হয় যে কোন একটি বিশেষ ধর্মের ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপ যেমন প্রার্থনা ও বলিদান বা অনুরূপ অনুষ্ঠানাদির জন্য সংরক্ষিত একটি স্থাপনার কাঠামোকে। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন প্রভৃতি ধর্মীয় স্থাপনার সাথে মন্দির শব্দটি যুক্ত রয়েছে।