তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক (Tamanna World Family Park) বাংলাদেশের ঢাকা জেলার মিরপুর ১ এর আশুলিয়া বেড়িবাঁধ সড়কে গোড়ান চটবাড়ী এলাকায় (জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পিছনে/পশ্চিম দিকে) প্রায় ১ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে পারিবারিক বিনোদন কেন্দ্র।
মিরপুর ১ থেকে বেড়ীবাধ সড়ক ধরে কিছুটা পথ গেলেই হাতের বাম পাশে দেখতে পাবেন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের প্রবেশদ্বার।
আজকের পোস্টে আমরা মিরপুরের তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক…
আরও: টাকা জাদুঘর
তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ভ্রমণ
ভ্রমণ স্থান | তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক |
ধরন | ফ্যামিলি পার্ক |
অবস্থান | ১০ গোড়ান চটবাড়ী, আশুলিয়া, মিরপুর ১, ঢাকা |
প্রবেশ ফি | জনপ্রতি টিকেট মূল্য ৬০ টাকা |
রাইডস সংখ্যা | ১৩টি |
মিরপুর ১ থেকে দূরত্ব | প্রায় ৪ কিলোমিটার |
খোলা থাকার সময় | প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত |
পিকনিকের ব্যবস্থা আছে | হ্যাঁ |
পার্কিং ব্যবস্থা আছে | হ্যাঁ |
হেল্পলাইন | 01770-624553, 01770-624556 |
তুরাগ নদীর তীরে নির্মিত এই পার্ক সবুজের সমারোহ পাশাপাশি বিনোদনের ব্যবস্থা তো রয়েছেই। এখানে বসার যে ছাউনি গুলো দেয়া হয়েছে সেগুলোর রয়েছে বিভিন্ন বাহারি নাম। পার্কের প্রবেশ মুখেই চোখে পড়বে নানান জাতের গাছ-গাছালি দিয়ে সুন্দর করে সাজানো নার্সারি।
আরও: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
পার্কে কি রয়েছে
পার্কে প্রাকৃতিক দৃশ্য উপভোগের সাথে বিভিন্ন রাইডে চড়তে পারবেন। এখানে বৈদ্যুতিক মিনি ট্রেন, রোলার কোষ্টার, মনোরেল, ওয়াটার প্লে গ্রাউন্ড, ওয়ান্ডার হুইল, হানিসুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, মেরি গো রাউন্ড, ফ্রগ হুপার, স্পেস শাটল, প্যারাট্রুপার, কিডস রাইড এবং নাগরদোলা সহ অনেক গুলো রাইড রয়েছে।
পরিবার নিয়ে দারুন ভাবে উপভোগ্য এই পার্ক জন্মদিন, পার্টি এবং পিকনিক সহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানে করার সুযোগ রেখেছে। তবে, তামান্না পার্ক শিশুদের জন্য বেশি উপভোগ্য। তাই ভ্রমণে সাথে বাচ্চাদের নিয়ে আসতে ভুলবেন না।
আপনি চাইলে পার্কের ভিতরে সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন। জনপ্রতি ২০০ টাকা ঘন্টায় এখানে সাতার কাটাতে পারবেন। তবে আপনি যদি শুধু সাঁতার কাটতে চান তাহলে কর্তৃপক্ষ আপনাকে প্রবেশমূল্যে ৫০ শতাংশ ছাড় দিবে।
যারা আড্ডা দিতে পছন্দ করেন তাদের জন্য তুরাগের মনোরম দৃশ্যের পাশাপাশি ফুরফুরে বাতাসে নদীর ধারে বসে গল্প করে সময় কাটানোর জন্য রয়েছে ডালিয়া, সূর্যমুখী, রজনীগন্ধা সহ বিভিন্ন নামের টং বা ছাউনির নিচে বসার সু-ব্যবস্থা।
আরও: আহসান মঞ্জিল
প্রবেশ মূল্য ও রাইড খরচ
তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে প্রবেশের জন্য জনপ্রতি টিকেটের মূল্য দিতে হয় ৬০ টাকা। এছাড়া এখানের রাইডে চড়ার জন্য আলাদা করে ফি দিতে হয়। যেমন, সুইমিং এন্ড ওয়াটার প্লে-গ্রাউন্ড টিকেটর ফি দিতে হয় ৪০০ টাকা, কিডস জোনে দিতে হবে ১০০ টাকা, রোলার কোষ্টারে ১০০ টাকা, মনোরোলে ৭০ টাকা, নাগরদোলায় ৫০ টাকা, প্যারাট্রুপার ৫০ টাকা, হানি সুইং ৫০ টাকা, পাইরেটস শিপ ৫০ টাকা সহ প্রতিটি রাইডে চড়তে জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা দিতে হয়।
কিভাবে যাবেন
আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে এখানে ভ্রমণে আসতে পারবেন। রাজধানী ঢাকা থেকে ভ্রমণে আসতে চাইলে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড অথবা মাজার রোড এসে রিকশা বা CNG নিয়ে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আসতে পারবেন।
আপনি চাইলে গাবতলী বাসস্ট্যান্ড থেকে লেগুনায় করে নেভারল্যান্ড যেতে পারবেন, এতে সময় লাগবে ১৫ মিনিটের মত।
ভাড়া: ভ্রমণে আপনার থেকে ১৫ থেকে ৩০ টাকা ভাড়া নিতে পারে।
এছাড়া আপনি চাইলে জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ভ্রমন শেষে করে বোটানিক্যাল গার্ডেনের পশ্চিমে বা পিছনের দিকে বাহির হবার রাস্তা দিয়ে বেড়িবাঁধ গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক দেখিয়ে দিবে।
বি:দ্র: আপনি যদি জাতীয় চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন / জাতীয় উদ্ভিদ উদ্যান ভ্রমণে আসেন তাহলে সময় করে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে ঘুরে যেতে পারেন।
কোথায় খাবেন
তামান্না ফ্যামিলি পার্কে ভ্রমণে আসলে এখানে খাওয়ার জন্য ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। আপনি এখানে চটপটি, নুডলস, কাবাব, লুচি, চিকেন ফ্রাইসহ না না ধরনের দেশি ও চাইনিজ খাবার পাবেন।
এছাড়া পার্কে সকাল, দুপুর ও বিকালের নাস্তা এবং স্কুলের বাচ্চাদের খাবারের জন্য বিভিন্ন প্যাকেজ চালু রয়েছে।
কোথায় থাকবেন
তামান্না ফ্যামিলি পার্ক একদিনের ভ্রমণের জন্য দর্শনীয় স্থান। তারপরও যদি কেউ ঢাকার বাহির থেকে এখানে ভ্রমণে আসে থাকতে চান তাহলে আপনাকে পার্ক ঘুরা শেষে মিরপুর ১ নাম্বার এসে হোটেলে থাকতে পারবেন। মিরপুর ১ নাম্বারের বেশ কিছু হোটেল রয়েছে।
আরও: বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর
ফেসবুক: Kuhudak