Solo Traveling মানে কি জানেন? Solo Travel Meaning বা, সোলো ট্রাভেলিং এর অর্থ কি? আমি ভ্রমণের সাথে যুক্ত আছি প্রায় ১১ বছর হয়ে গেল। ভ্রমণ নিয়ে লিখছি গত এক বছর ধরে। এই এতো এতো বছর পার হয়ে গেলো অথচ Solo Traveling মানে কি? এটা জানলাম গত কয়েকমাস পূর্বে!
অনেক ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের ফোরাম গুলোতে এই বিষয়টি জানতে চেয়ে অনেকে পোস্ট করেন। তাইতো আজকে আমি আপনাদেরকে Solo Travel বা, Solo Traveling মানে কি এই নিয়ে আলোচনা করব।
তো চলুন শুরু করা যাক…
ভ্রমণে টাকা বাঁচানোর কিছু দুর্দান্ত উপায় পড়েছেন তো?
Solo Traveling মানে কি?
Solo Traveling মানে একাকী ভ্রমণ করা। যারা একাকী ভ্রমণ করেন বা যে ট্রাভেলারা একাকী ভ্রমণ করেন তাদের কে Solo Traveler বলা হয়ে থাকে।
আপনি যদি একাকী ভ্রমণ করেন তাহলে আপনি একজন Solo Traveler। যদিও আমি অনেককে দেখেছি যারা একাকী ভ্রমণ করেন অথচ Solo Traveling মানে কি জানেন না।
ভ্রমণ কত প্রকার এবং কি কি
ভ্রমণ কে আপনি যদি প্রকারভেদ করেন তাহলে ভ্রমণ হচ্ছে ১০ প্রকার! তবে ভ্রমণের এই প্রকারভেদ নিয়ে ট্রাভেলারদের মতের পার্থক্য রয়েছে। কোন ট্রাভেলার ৭ প্রকার ভ্রমণের কথা বলেছেন, আবার কোন ট্রাভেলার ১৪ প্রকারের কথা বলেছেন।
আমি এখানে ভ্রমণের ১০টি প্রকারভেদ এর নাম বলছি শুধু। এই প্রকাভেদ গুলো নিয়ে বিস্তারিত আরেকটি আর্টিকেল পাবেন সামনে।
১০ প্রকার ভ্রমণ
- সপ্তাহের ছুটিতে ভ্রমণ
- প্যাকেজ হলিডে
- গ্রুপ ট্যুর
- মরুযাত্রীদল / আরভি রোড ট্রিপ
- স্বেচ্ছাসেবক ভ্রমণ
- দীর্ঘ মেয়াদী স্লো ভ্রমণ
- একাকী ভ্রমণ
- বন্ধু বা আত্মীয়র সাথে ভ্রমণ
- ইভেন্ট ভ্রমণ
- ব্যবসায়িক ভ্রমণ
উপরের এই ১০ প্রকারে আপনি ভ্রমণ করতে পারেন। তবে আগেই বলেছি ভ্রমণ করার আরও উপায় থাকতে পারে।
তবে আমার কাছে ভ্রমণ দুই প্রকার।
১। একাকী ভ্রমণ
২। গ্রুপ ট্যুর
একাকী ভ্রমণে আপনি শুধু একা ভ্রমণ করবেন। আর, গ্রুপ ট্যুরে একের অধিক ভ্রমণ কারি ভ্রমণ করে থাকে।
তো আজকের মত এইটুকুই থাকল। ভ্রমণ নিয়ে ভ্রমণ টিপস গুলো পড়তে পারেন।
Solo Travel নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে করতে পারেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব।
আর সবশেষে বলব: ভ্রমণ করুন। ভ্রমণে আপনি আনন্দ পাবেন। ভ্রমণে আপনার জ্ঞান বাড়ার পাশাপাশি আপনি স্রষ্টার অপরূপ সৃষ্টি দেখতে পারবেন। অবাক হবে, দেখে সত্যি অবাক হবে।
ফেসবুক: Kuhudak