নৈসর্গিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি ভ্রমণ টিপস (Sajek Valley Travel Tips) বা সাজেক ত্রিপুরী ভ্যালি নিয়ে কিছু ভ্রমণ টিপস দেয়া হল। আশাকরছি এই টিপস গুলো আপনার সাজেক ভ্রমণের জন্য খুবই কাজে দিবে। চলুন শুরু করা যাক…
আরও: ভ্রমণে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ১০টি টিপস
- সাজেক কয়েকদিনের ভ্রমণের জন্য চমৎকার জায়গা। তাই, ভ্রমণের পূর্বে আপনি যদি শুধু সাজেক ভ্রমণ করতে চান তাহলে আপনার ভ্রমণ প্ল্যান ঐ ভাবে করতে হবে। যেহেতু কয়েকদিনের ভ্রমণ তাই অনেক কিছুর প্রয়োজন হতে পারে।
- আপনি ছুটির দিনে ভ্রমণে গেলে ঝামেলা এড়াতে আগে থেকেই (মাস খানেক আগে) রুম বুকিং দিয়ে রাখুন।
- অনেকে না জানার কারনে দুই তিন দিনের জন্য গাড়ি ভাড়া করে থাকেন। তাই দুই তিন দিনের জন্যে গেলে গাড়ি বসিয়ে না রেখে, শুধু যাবার জন্যে গাড়ি ঠিক করুন, ফিরে আসার সময় অন্য কোন গাড়িতে আসুন কিংবা দিঘীনালা থেকে ফোন করে গাড়ি পাঠিয়ে ফেরত আসতে পারবেন।
- সাজেক যাবার পথে কয়েক জায়গায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প রয়েছে। সেখানে ভ্রমণকারী সদস্যদের কিছু তথ্য জমা দিতে হয়। নিরাপত্তার সার্থে অবশ্যই তাদের সহযোগিতা করুন। সাথে করে নিজের জাতীয় পরিচয় (NID) পত্রের একাধিক কপি রাখুন।
- সাকেজের স্থানীয় আদিবাসী মানুষজনের তাদের সাথে ভদ্র ব্যবহার করুন ও তাদের কালচারের প্রতি সম্মান দেখান।
- আদিবাসীদের বা অন্য যে কারো ছবি তোলার ক্ষেত্রে তাদের অনুমতি নিয়ে নিন। অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও করা ঠিক নয়।
- সাজেক যেতে আপনার কোন ভ্রমণ গাইডের প্রয়োজন হবে না।
- সাজেক যাবার পথ অনেক আঁকাবাঁকা ও উঁচু নিচু পাহাড়ি রাস্তা, তাই এই পথ বিপদজনক। জীপের ছাঁদে ভ্রমণ করা ঠিক নয় তবে যদি আপনি ভ্রমণ করেন তবে ভ্রমনে সতর্ক থাকুন। এটি করতে আর্মির পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে।
- সাজেকে শুধুমাত্র রবি, এয়ারটেল ও টেলিটক এর নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। তাই ভ্রমণের পূর্বে একাধিক সিম নিয়ে নিতে পারেন।
- সাজেকে অনেক জায়গায় বিদুৎ নেই, সোলার পাওয়ার ব্যবস্থা আছে। সাথে করে অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে নিবেন।
- যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না।
- অপরিচিতদের দেয়া কিছু খাবেন না।
- আপনি যদি সাজেক একা ভ্রমণে যেতে চান তাহলে ভ্রমণ সঙ্গী কীভাবে নির্বাচন করবেন তার সম্পর্কে একটি জেনে নিন।
- পাহাড়ি পথে একা একা উদ্দেশ্যহীন ভাবে কোথাও যাবেন না।
- যেহেতু কয়েকদিনের ভ্রমণ তাই, যে সব খাবার খেলে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে সে সব খাবার গ্রহন করা থেকে বিরত থাকুন।
- প্রয়োজনীয় জিনিসপত্র ক্যামেরা, ব্যাগ, মোবাইল, ড্রোন ইত্যাদি নিরাপদে রাখুন।
- ড্রোন উড়ানোর সময় কর্তৃপক্ষের নিয়ম মেনে ড্রোন উড়ান।
- সাথে সবসময় খাবার পানি রাখুন।
- যে কোন সমস্যায় কর্তৃপক্ষ বা ৯৯৯ নাম্বারে যোগাযোগ করুন।
- যে কোন ভ্রমণে সাথে অতিরিক্ত কিছু অর্থ রাখুন। জরুরী মোবাইল নাম্বার একটা কাগজে লিখে রাখতে পারেন।
এছাড়া বাংলাদেশের সেরা ১০টি শিশু পার্ক অথবা বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারেন। আপনার ভ্রমণ হউক নিরাপদ এবং আনন্দময়। কুহুডাকের সাথেই থাকুন।
ফেসবুক: Kuhudak