পাকুটিয়া জমিদার বাড়ী (Pakutia Zamindar Bari) ভ্রমণ গাইড – টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় লৌহজং নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ী অবস্থিত। পাকুটিয়া জমিদার বাড়ী ভ্রমণ গাইড এ আমরা বিস্তারিত জানার চেষ্টা করব।
১ দিনের ভ্রমনের জন্য পাকুটিয়া জমিদার বাড়ী সুন্দর একটি দর্শনীয় স্থান। চলুন ভ্রমণ গাইড শুরু করা যাক…
আরও: বালিয়াটি জমিদার বাড়ি (ভ্রমণ গাইড)
ভ্রমণ স্থান | পাকুটিয়া জমিদার বাড়ী |
অবস্থান | নাগরপুর, টাঙ্গাইল |
আয়তন | ১৫ একর (প্রায়) |
খোলা থাকার সময় | সারা বছর |
টিকিট মূল্য | নেই |
ড্রোন উড়ানো যাবে | হ্যাঁ |
ঢাকা থেকে দূরত্ব | ৭১.৫ কিলোমিটার |
কি কি দেখবেন
পাকুটিয়া জমিদার বাড়ীতে প্রায় ১৫ একর এলাকা জুড়ে একই নকশার পর পর তিনটি প্যালেস বা বিশাল অট্টালিকা রয়েছে। তবে, ১৯৬৭ সাল থেকে এই জমিদার বাড়িটি বি.সি.আর.জি ডিগ্রী কলেজ এর জন্য ব্যবহৃত হচ্ছে।
তিনটি প্যালেস প্রতিটি বাড়ীর মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলংকরণে কারুকার্য মন্ডিত দুই সুন্দরী নারী পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে। প্যালেস এর প্রতিটিই লতাপাতা দিয়ে ঘেরা। অনেকটা জঙ্গল টাইপ হয়ে রয়েছে।
কার্নিশের উপর বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি। অট্টালিকা গুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি আপনাকে মুগ্ধ করবে।
সময়সূচী
পাকুটিয়া জমিদার বাড়ী খোলা থাকার সময়সূচী: সারা বছর। তাই যে কোন দিন চলে আসতে পারেন এখানে।
কিভাবে যাবেন
বাস ভ্রমণ
গাবতলী বাস টার্মিনাল থেকে: এছাড়া গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী “এস বি লিংক” বা, যে সব বাস সাটুরিয়া হয়ে যায় সেইসব বাসে করে যেতে পারবেন।
সাটুরিয়া পার হয়ে মানিকগঞ্জের ৮ কিমি আগেই সাটুরিয়ার জিরো পয়েন্টে নেমে যেতে হবে। বাসের সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই আপনাকে নামিয়ে দিবে।
সময়: ২ ঘন্টা থেকে ২:৩০ মিনিট (প্রায়)
ভাড়া: ৩৫ থেকে ৪০ টাকা; (এস বি লিংক: ৮৫ টাকা – সাটুরিয়ার জিরো পয়েন্ট) – ২০২০
জিরো পয়েন্ট থেকে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটার। আপনি ইজিবাইক বা সিএনজিতে ২০ থেকে ৩০ টাকা ভাড়া দিয়েই যেতে পারবেন। এছাড়া সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমেও সিএনজি/ইজিবাইক দিয়ে যেতে পারবেন তবে ভাড়া নিবে ৫০থেকে ৬০ টাকা।
বালিয়াটি থেকে পাকুটিয়া জমিদার বাড়ি ৮ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি বালিয়াটি দেখা শেষে সিএনজি নিয়ে পাকুটিয়া চলে যেতে পারেন। পাকুটিয়া জমিদারবাড়ী টাঙ্গাইল জেলায় অবস্থিত।
সময়: ৩০ মিনিট
ভাড়া: ৩০ থেকে ৪০ টাকা
রুট ১: গাবতলী বাস টার্মিনাল → সাটুরিয়ার জিরো পয়েন্ট → বালিয়াটি জমিদার বাড়ি → পাকুটিয়া জমিদার বাড়ী
রুট ২: গাবতলী বাস টার্মিনাল → পাকুটিয়া বাজার → পাকুটিয়া জমিদার বাড়ী
মহাখালী বাস টার্মিনাল থেকে: ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস টাঙ্গাইল যায়। আপনি বিনিময়, ঝটিকা, ধলেশ্বরী ইত্যাদি বাস দিয়ে টাঙ্গাইল যেতে পারেন।
ভাড়া: ১২০ থেকে ১৬০ টাকা
টিকেট মূল্য
পাকুটিয়া জমিদার বাড়ি ভ্রমণে কোন টিকেট এর প্রয়োজন নেই।
ফেসবুক: Kuhudak
আসসালামুয়ালাইকুম ভাইয়া , আমি একজন ট্রাভেল ব্লগার (ভাষা ইংরেজী) আপনার লেখা গুলো আমার কাছে গোছানো পরিপাটি লেগেছে , আপনি নিজে উপস্থিত অবস্থায় যে ফোটো গুলো নিয়েছেন আমি কিছুটা এডিট করে ফোটোগুলো ব্যবহার করার অনুমতি পেতে পারি ?
আপনাকে GoArif -এ স্বাগত। আপনি একজন ট্রাভেল ব্লগার জেনে ভালো লাগল। জি অবশ্যই ব্যাবহার করতে পারেন। তবে, ফটো ক্রেডিট দিলে উপকৃত হবো। আপনাকে ধন্যবাদ।