হামিদ মিয়া জমিদার বাড়ি (Hamid Miya Zamindar Bari) চাঁদপুর থেকে ভ্রমণ করে আসলাম। গজরা জমিদার বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পাঁচআনি উচ্চ বিদ্যালয় এর উত্তর পাশে অবস্থিত পুরনো এই জমিদার বাড়িটি।
আজকের ভ্রমণে সাথে আছি আমি আরিফ হোসেন (GoArif) এবং আমার সাথে আছে মুহাম্মদ মহসিন। চলুন শুরু করা যাক…
আরও: লুধুয়া জমিদার বাড়ি
হামিদ মিয়া জমিদার বাড়ি
ভ্রমণ স্থান | হামিদ মিয়া জমিদার বাড়ি |
ধরন | জমিদার বাড়ি |
অবস্থান | মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ |
স্থাপিত | ১৮ শতক |
স্বত্বাধিকারী | মিয়াজী পরিবার |
ঢাকা থেকে দূরত্ব | ১৫১ কিলোমিটার |
প্রবেশ মূল্য | নাই |
ড্রোন উড়ানো যাবে | হ্যাঁ |
ইতিহাস
এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। তবে মিয়াজী পরিবারের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। খুব শিগ্রহ তথ্য আপডেট করা হবে।
অবস্থান ও স্থাপনাসমূহ
পূর্বে এই জমিদার বাড়িতে অনেক স্থাপনা থাকলেও বর্তমানে মাত্র ১টি স্থাপনা অবশিষ্ট রয়েছে। তবে, এই স্থাপনায় এখন কেউ আর বসবাস করে না।
ভাঙ্গা জরাজীর্ণ দেয়াল। দরজা জানালা কিছুই নেই। বাড়ির দেয়ালে গজিয়ে রয়েছে নানা প্রকারের লতা জাতীয় গাছ। তবে স্থাপনার ভিরতে প্রবেশ করলে দেখাতে পাবেন ভিবিন্ন রকমের নকশা।
প্রবেশের দরজায় রয়েছে ফুলের নকশা।
জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি মসজিদ।
জমিদার বাড়ির সামনে মসজিদ এর ঠিক পাশেই রয়েছে বেশ বড় একটি দীঘি।
আরও: বালিয়াটি জমিদার বাড়ি
হামিদ মিয়া জমিদার বাড়ি ভ্রমণ
চাঁদপুর জেলা সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তরে ঐতিহ্যবাহী হামিদ মিয়া জমিদার বাড়িটি এখনও পাঁচআনি গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে।
মোটরসাইকেলে চড়ে আমরা দুপুর প্রায় ১২টার দিকে জমিদার বাড়িতে গিয়ে পৌছালাম। এটা পাঁচআনি (পশ্চিম) গ্রামে পাঁচআনি উচ্চ বিদ্যালয় এর উত্তর পাশে অবস্থিত।
প্রায় ভরদুপুর। তেমন লোকজনের সমাগম নেই এখানে। আমরা মোটরসাইকেল থেকে নেমে জমিদার বাড়িটা ঘুরে দেখালাম। ঘুরে দেখার ফাঁকে ফাঁকে ছবি তুলার চেষ্টা করলাম।
আমি এর আগেও অনেক জমিদার বাড়ি ঘুরে এসেছি। প্রায় সব জমিদার বাড়ির একই অবস্থা। গাজরা জমিদার বাড়ির মত কয়েকটা জমিদার বাড়ি সংস্কার এর অভাবে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু জমিদার বাড়ি নিশ্চিহ্ন হবার পথে।
বাকি গুলোর অবস্থা যে ভালো তাও না। এখনি যদি এগুলো সংস্কারের উদ্যোগ নেয়া না হয় তাহলে বাংলার এর ঐতিহ্যবাহী পুরনো জমিদার বাড়ি গুলো মাটির সাথে মিশে যাবে। আমরা হারাবো আমাদের ইতিহাস এবং ঐতিহ্য।
পুরনো এই ১টি মাত্র ভবই অবশিষ্ট রয়েছে। বাকি ভবন গুলো ইতিমধ্যে মাটির সাথে মিশে গেছে।
২য় তলায় উঠার সিড়ি থাকলেও উঠা সম্ভব না। কারন, শতবছর পুরনো এই সিড়ি গুলো শেওলা দিয়ে ঢাকা রয়েছে। আপনি সিড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পিছলে পড়ে যেতে পারেন। তাই উপরে না উঠাই ভালো।
জমিদার বাড়ির সাথেই বেশ কয়েকটি ঘর রয়েছে। যে গুলোতে মানুষ বসবাস করে। প্রায় সবাই মিয়াজী পরিবারের উত্তরসূরি।
আরও: চাঁদপুর জেলার দর্শনীয় স্থান সমূহ
জমিদার প্রথার বিলুপ্তি
আইয়ুব খানের আমলে এই জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়। তখন থেকেই এই হামিদ মিয়া জমিদার বাড়ির জমিদারিত্ব বন্ধ হয়ে যায়।
জমিদার বাড়ি ভিডিও
জমিদার বাড়ির মূল ভিডিও টি হারিয়ে ফেলার কারনে মোবাইলে ধারন করা ভিডিও টি এখানে দেয়া হল।
কিভাবে যাবেন
আপনি যে কোন দিন এই জমিদার বাড়ি দেখতে চলে আসতে পারে। চাঁদপুর থেকে জমিদার বাড়ির দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। আপনি চাঁদপুর থেকে CNG করে মতলব বাজারে চলে আসবেন। ভাড়া নিবে ৪০ থেকে ৫০ টাকা। মতলব বাজারে নেমে নাস্তা করে নিতে পারেন। এখানে পাবেন মতলবের বিখ্যাত ক্ষীর।
এরপর নৌক দিয়ে নদী পার হতে হবে আপনাকে। অথবা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে, চাঁদপুর থেকে নতুন ব্রিজে করে সিপাইকান্দি চলে আসতে পারবেন। এছাড়া নদী পারাপারের জন্য ফেরি রয়েছে।
নৌক দিয়ে নদী পার হয়ে যান। নৌক দিয়ে নদী পার হতে ৫ টাকা নিবে। আবার ঘাটেও ৫ টাকা নিবে। আর ব্রিজ দিয়ে আসলে কোন টাকা দিতে হবে না।
নদী পার হয়ে আপনি মতলব উত্তরের গজরা বাজার যাওয়ার জন্য CNG বা মোটরসাইকেল পাবেন। গজরা বাজার নামার পর এখান থেকে রিক্সা নিয়ে পাঁচআনি উচ্চ বিদ্যালয় চলে আসবেন। আপনি যদি মোটরসাইকেল ভাড়া অথবা CNG রিজার্ভ করে আসেন তাহলে সরাসরি জমিদার বাড়িতে চলে আসতে পারবেন।
এছাড়া মতলব থেকে নাউরি বাজার হয়ে নতুন বাজার/আনন্দ বাজারের পাশ দিয়ে পাঁচআনি চলে আসতে পারেন। মনে রাখবেন এটাকে পশ্চিম পাঁচআনি বলা হয়।
ভ্রমণ টিপস
- যে কোন ঋতুতেই আপনি জমিদারবাড়ি ভ্রমণে আসতে পারেন।
- সন্ধার পর এখানে ভ্রমণ না করাই ভালো।
- প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না।
- সিড়ি বেয়ে উপরে উঠার চেষ্টা করবেন না।
- ভিতরে প্রস্রাব বা পায়খানা করার মতো জঘন্য কাজ করবেন না।
- বৃষ্টির সময় সঙ্গে ছাতা রাখুন অথবা রেইনকোট রাখুন।
- সঙ্গে খাবার পানি রাখবেন।
- ঝুঁকিপূর্ণ স্থানের নিচে বসবেন না।
- ক্যামেরা, মানিব্যাগ যাবতীয় জিনিস নিজের সঙ্গে রাখুন।
- অশোভন মুলক আচরণ করবেন না।
আজকের মত আমাদের ভ্রমণ শেষ। আপনাকে হামিদমিয়া জমিদার বাড়ি ভ্রমণের আমন্ত্রণ রইলো। আপনার ভ্রমণ হোক নিরাপদ এবং আনন্দময়য়। আল্লাহ হাফেজ।
আরও: ভ্রমণ টিপস
ফেসবুক: Kuhudak