ভ্রমণের জরুরী নাম্বার গুলো জানেন তো? (ইউরোপ মহাদেশ)। একজন ভ্রমণকারীর জন্য এই নাম্বার গুলো জানা অত্যন্ত জরুরী। তাই আজকের পোস্টে আমরা ভ্রমণের জরুরী/ ইমারজেন্সি নাম্বার গুলোর সাথে পরিচিত হব।
ভ্রমণ টিপস এর এই পোস্টে আমি আপনাকে ইউরোপ মহাদেশ এর দেশগুলোর জরুরী নাম্বার গুলোর সাথে পরিচয় করিয়ে দিব।
যে নাম্বার গুলো আমি শেয়ার করব, সবগুলো নাম্বার টোল ফ্রি (মানে ঐ দেশের যে কোন লোকাল নাম্বার থেকে ফ্রি কল দিতে পারবেন) এক্সট্রা কোন চার্জ কাটবে না।
চলুন শুরু করা যাক…
এশিয়া মহাদেশ এর জরুরী নাম্বার গুলো জানেন তো?
ভ্রমণের জরুরী নাম্বার লিস্ট
ইউরোপ মহাদেশ
দেশের নাম | জরুরী নাম্বার |
---|---|
এল্যান্ড দ্বীপপুঞ্জ | ১১২ |
আল্বেনিয়া | ১১২ |
এ্যান্ডোরা | ১১২ |
আরমেনিয়া | ১১২, ৯১১ |
অস্ট্রিয়া | ১১২ |
আজেরবাইজান | ১১২ |
বেলারুশ | ১০১, ১০২, ১০৩ |
বেলজিয়াম | ১০০, ১১২ |
বসনিয়া ও হার্জেগোভিনা | ১১২ |
বুলগেরিয়া | ১১২ |
ক্রোয়েশিয়া | ১১২ |
সাইপ্রাসদ্বিপ | ১১২, ১৯৯ |
চেক প্রজাতন্ত্র | ১১২ |
ডেন্মার্ক্ | ১১২ |
এস্তোনিয়াদেশ | ১১২ |
ফারো দ্বীপপুঞ্জ | ১১২ |
ফিনল্যাণ্ড | ১১২ |
ফ্রান্স | ১১২ |
জর্জিয়া | ১১২ |
জার্মানি | ১১২ |
জিব্রালটার | ১১২, ৯৯৯ |
গ্রীস | ১১২ |
গ্রীনল্যাণ্ড | ১১২ |
গর্ন্জ়ী | ১১২, ৯৯৯ |
হাঙ্গেরি | ১১২ |
আইস্ল্যাণ্ড | ১১২ |
আয়ারল্যাণ্ড | ১১২, ৯৯৯ |
আইল অফ ম্যান | ১১২, ৯৯৯ |
ইতালি | ১১২ |
জার্সি | ১১২, ৯৯৯ |
কসোভো | ১১২ |
ল্যাট্ভিআ | ১১২ |
লিত্ভা | ১১২ |
লিচেনস্টেইন | ১১২ |
লাক্সেমবার্গ | ১১২ |
ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র | ১১২ |
মালটা | ১১২ |
মোল্দাভিয়া | ১১২ |
মোনাকো | ১১২ |
মন্টিনিগ্রো | ১১২ |
নেদারল্যান্ডস | ১১২ |
উত্তর সাইপ্রাস | ১১২ |
নরত্তএদেশ | ১১২, ১১৩, ১১০ |
পোল্যান্ড | ১১২ |
পর্তুগাল | ১১২ |
রুমানিয়া | ১১২, ৯১১ |
রাশিয়া | ১১২ |
সান মারিনো | ১১২ |
সার্বিয়া | ১৯২, ১৯৪, ১৯৩ |
শ্লোভাকিয়া | ১১২ |
স্লোভানিয়া | ১১২ |
স্পেন | ১১২ |
সুইডেন | ১১২ |
সুইজারল্যান্ড | ১১২ |
তুরস্ক | ১১২ |
ইউক্রেইন্ | ১১২ |
যুক্তরাজ্য | ৯৯৯, ১১২ |
ভ্যাটিকান সিটি | ১১২ |
আশাকরি উপরে দেয়া ভ্রমণের জরুরী নাম্বার লিস্টে ইউরোপ মহাদেশ এর সব গুলো দেশের টোল ফ্রি নাম্বার গুলো দেয়া হয়েছে। ইউরোপ মহাদেশ এর কোন দেশের জরুরী নাম্বার লিস্টে বাদ পরলে আমাকে জানাবেন। আমি লিস্টে যোগ করে দিব।
ইতিমধ্যে এশিয়া মহাদেশ এর জরুরী নাম্বার গুলো নিয়ে ওয়েবসাইটে ভ্রমণ টিপস -এ একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। দেখে নিতে পারেন।
ভ্রমণ নিয়ে আপনার কোন মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনার কমেন্ট এর রিপ্লে দেয়ার চেষ্টা করব।
সবশেষে আমার একটি ভ্রমণ উক্তি দিয়ে আর্টিকেলটি শেষ করি-
মন খারাপ থাকলে পাহাড়ের উপর অথবা সমুদ্রের পাড়ে দাঁড়ান, মন ভালো হয়ে যাবে।
আরিফ হোসেন (GoArif)
ফেসবুক: Kuhudak