ঢাকা মেট্রোরেল ভ্রমণ (Dhaka Metro Rail Travel) করবেন কিভাবে, কত টাকা ভাড়া এবং মেট্রোরেলের সময়সূচি সহ মেট্রোরেল নিয়ে বিস্তারিত থাকছে এই পোস্টে। ঢাকা মেট্রোরেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা যা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়ন্ত্রণ করে থাকে।
চলুন আজকের পোস্ট শুরু করা যাক…
আরও: ঢাকা জেলা
মেট্রোরেল ভ্রমণ
ভ্রমণ | মেট্রোরেল |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
পরিবহনের ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা |
চালুর তারিখ | ২৮ ডিসেম্বর, ২০২২ |
রেলপথের গেজ | আদর্শ গজ |
মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেল দূরত্ব | ২১.২৬ কিলোমিটার |
ঘণ্টায় সর্বোচ্চ গতি | ১০০ কিলোমিটার |
যাত্রী পরিবহন সক্ষমতা | ২,৩০৮ জন |
এশিয়ার কততম দেশ | ২২তম |
লাইন সংখ্যা | ৬টি |
স্টেশন সংখ্যা | ১০৪ (পরিকল্পিত) (পাতাল ৫৩টি এবং উড়াল ৫১টি) |
পরিচালক সংস্থা | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড |
দৈর্ঘ্য | ২১.২৬ কি.মি., ১২৮.৭৪১ কি.মি. (পরিকল্পিত) |
ভাড়া | ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত |
সাপ্তাহিক বন্ধ | শুক্রবার |
ঢাকা মেট্রোরেল চালু হয়েছে ২৮ ডিসেম্বর, ২০২২ সালে। বর্তমানে এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কি.মি. এবং দিন দিন এটা বেড়েই চলেছে। ডিএমটিসিএল ও জাইকা ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন।
তবে এই নেটওয়ার্কে ৫১টি উড়াল স্টেশন ও ৫৩টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে বলে ধারণা করা হচ্ছে। ৬টি লাইন মিলিতভাবে দিনে প্রায় ৪৭ লাখের বেশি যাত্রী পরিবহন করতে পারবে এই মেট্রোরেল দিয়ে।
আরও: বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান
উদ্বোধন
রাজধানী ঢাকার যানবাহন সমস্যা কমিয়ে আনতে ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন ৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
এরপর ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল খুলে দেওয়া হয়। ৫ নভেম্বর, ২০২৩ এমআরটি লাইন-৬ এর আগারগাও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয়। এর মাধ্যমে ৬০তম দেশ হিসেবে বাংলাদেশের ঢাকা মেট্রোরেল যুক্ত হয়।
ইতিহাস
২০০৫ সালে মেট্রোরেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয় বিশ্বব্যাংকের সহায়তায়। এরপর এসটিপি প্রণয়ন, অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিকল্পনায় মধ্যে ৩টি এমআরটি ও ৩ টি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। পরবর্তী তে ২০১৩ সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের মূল কাজ শুরু করা হয়।
এরপর ২০১৬ সালের দিকে কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে ৫টি করা হয়েছিল। প্রথম দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে এর কাজ শুরু করা হয় এবং তা ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।
আরও: বাংলাদেশ পরিচিতি
মেট্রোরেলের যাত্রাপথ
২০২০ সালের মার্চ মাস অনুযায়ী মেট্রোরেলের যাত্রাপথ গুলোর সর্বশেষ মানচিত্র দেখুন-
ভাড়া
২ হাজার ৩০৮ জন সর্বোচ্চ যাত্রী পরিবহনের ধারণ ক্ষমতা সম্পন্ন মেট্রোরেলে চড়ার জন্য আপনাকে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। তবে আপনি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত গেলে ৬০ টাকা ভাড়া দিতে হবে।
এছাড়া আপনি যদি উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যেতে চান তাহলে আপনাকে প্রায় ২০ কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে ১০০ টাকা। পল্লবী থেকে মতিঝিল যেতে লাগবে ৮০ টাকা এবং ফার্মগেট থেকে মতিঝিল যেতে লাগবে ৩০ টাকা।
স্টেশন ভেদে মেট্রোরেলের ভাড়া
উত্তরা নর্থ থেকে
- উত্তরা সেন্টার ২০ টাকা
- উত্তরা সাউথ ২০ টাকা
- পল্লবী ৩০ টাকা
- মিরপুর-১১ নম্বর ৩০ টাকা
- মিরপুর-১০ নম্বর ৪০ টাকা
- কাজীপাড়া ৪০ টাকা
- শেওড়াপাড়া ৫০ টাকা
- আগারগাঁও ৬০ টাকা
উত্তরা সেন্টার থেকে
- উত্তরা নর্থ ২০ টাকা
- উত্তরা সাউথ ২০ টাকা
- পল্লবী ২০ টাকা
- মিরপুর-১১ নম্বর ৩০ টাকা
- মিরপুর-১০ নম্বর ৩০ টাকা
- কাজীপাড়া ৪০ টাকা
- শেওড়াপাড়া ৪০ টাকা
- আগারগাঁও ৫০ টাকা
উত্তরা সাউথ থেকে
- উত্তরা সেন্টার ২০ টাকা
- উত্তরা নর্থ ২০ টাকা
- পল্লবী ২০ টাকা
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা
- মিরপুর-১০ নম্বর ৩০ টাকা
- কাজীপাড়া ৩০ টাকা
- শেওড়াপাড়া ৪০ টাকা
- আগারগাঁও ৪০ টাকা
পল্লবী থেকে
- উত্তরা সাউথ ২০ টাকা
- উত্তরা সেন্টার ২০ টাকা
- উত্তরা নর্থ ৩০ টাকা
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা
- কাজীপাড়া ২০ টাকা
- শেওড়াপাড়া ৩০ টাকা
- আগারগাঁও ৩০ টাকা
মিরপুর-১১ নম্বর থেকে
- পল্লবী ২০ টাকা
- উত্তরা সাউথ ২০ টাকা
- উত্তরা সেন্টার ৩০ টাকা
- উত্তরা নর্থ ৩০ টাকা
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা
- কাজীপাড়া ২০ টাকা
- শেওড়াপাড়া ৩০ টাকা
- আগারগাঁও ৩০ টাকা
মিরপুর-১০ নম্বর থেকে
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা
- পল্লবী ২০ টাকা
- উত্তরা সাউথ ৩০ টাকা
- উত্তরা সেন্টার ৩০ টাকা
- উত্তরা নর্থ ৪০ টাকা
- কাজীপাড়া ২০ টাকা
- শেওড়াপাড়া ২০ টাকা
- আগারগাঁও ২০ টাকা
কাজীপাড়া থেকে
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা
- পল্লবী ২০ টাকা
- উত্তরা সাউথ ৩০ টাকা
- উত্তরা সেন্টার ৪০ টাকা
- উত্তরা নর্থ ৪০ টাকা
- শেওড়াপাড়া ২০ টাকা
- আগারগাঁও ২০ টাকা
শেওড়াপাড়া থেকে
- কাজীপাড়া ২০ টাকা
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা
- পল্লবী ৩০ টাকা
- উত্তরা সাউথ ৪০ টাকা
- উত্তরা সেন্টার ৪০ টাকা
- উত্তরা নর্থ ৫০ টাকা
- আগারগাঁও ২০ টাকা
আগারগাঁও থেকে
- শেওড়াপাড়া ২০ টাকা
- কাজীপাড়া ২০ টাকা
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা
- মিরপুর-১১ নম্বর ৩০ টাকা
- পল্লবী ৩০ টাকা
- উত্তরা সাউথ ৪০ টাকা
- উত্তরা সেন্টার ৫০ টাকা
- উত্তরা নর্থ ৬০ টাকা
মেট্রোরেলের সময়সূচি
ঢাকা মেট্রোরেল ভ্রমণের সময়সূচি হচ্ছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই সময়সূচি ২৭ মার্চ ২০২৪ তারিখ থেকে চলমান রয়েছে। নিচে বিস্তারিত সময়সূচি দেয়া হল-
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। সপ্তাহের বাকি দিন গুলোতে মেট্রোরেল চলবে নিচের সময় অনুযায়ী।
উত্তরা উত্তর থেকে মতিঝিল সময়সূচি
- সকাল ৭:১০ মিনিট থেকে সকাল ৭:৩০ মিনিট
- সকাল ৭:৩১ মিনিট থেকে সকাল ১১:৩৬ মিনিট
- সকাল ১১:৩৭ মিনিট থেকে দুপুর ২ ঘটিকা
- দুপুর ২:০১ মিনিট থেকে রাত ৮ ঘটিকা
- রাত ৮:০১ মিনিট থেকে রাত ৯ ঘটিকা
মতিঝিল থেকে উত্তরা উত্তর সময়সূচি
- সকাল ৭:৩০ মিনিট থেকে সকাল ৮ ঘটিকা
- সকাল ৮:০১ মিনিট থেকে দুপুর ১২:০৮ মিনিট
- দুপুর ১২:০৯ মিনিট থেকে দুপুর ২:৪০ মিনিট
- দুপুর ২:৪১ মিনিট থেকে রাত ৮:৪০ মিনিট
- রাত ৮:৪১ মিনিট থেকে রাত ৯:৪০ মিনিট
বি:দ্র: ২৭ মার্চ ২০২৪ তারিখ থেকে মেট্রো ট্রেন চলাচলের সময়সীমা ১ (এক) ঘন্টা বাড়ানো হয়েছে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন এখন রাত ৮:৪০ মিনিট এর পরিবর্তে রাত ৯:৪০ মিনিটে ছাড়ে যাবে এবং ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০:১৪ মিনিটে।
এই বর্ধিত সময়ে ১২ (বার) মিনিট Off Peak Headway-তে আরো ১০ বার মেট্রো ট্রেন চলাচল করবে। এতে দৈনিক মেট্রো ট্রেন (১৮৪+১০=) ১৯৪ বার চলাচল করবে এবং (২৩০৮*১৯৪=) ৪ লক্ষ ৪৭ হাজার ৭ শত ৫২ জন যাত্রী যাতায়াত করতে পাবে বলে আশাকরা যায়।
মেট্রোরেলের টিকিট বা কার্ড কিভাবে পাব
ঢাকা মেট্রোরেলের টিকিট বা কার্ড সংগ্রহ করার জন্য আপনাকে মেট্রোরেল স্টেশনে যেতে হবে। স্থায়ী ও সিঙ্গেল ভ্রমণের জন্য স্টেশন থেকে টিকিট বা কার্ড নিতে পারবেন। এরপর ব্যাঙ্ক থেকে বা অনলাইনে রিচার্জ থেকে কার্ড রিচার্জ করতে পারবেন।
মেট্রোতে চড়ার জন্য আপনি ২ ধরণের টিকিট বা কার্ড পাবেন।
১। সিঙ্গেল ভ্রমণ কার্ড
২। স্থায়ী কার্ড
সিঙ্গেল ভ্রমণ কার্ড
সিঙ্গেল ভ্রমণ কার্ডের জন্য আপনাকে স্টেশন থেকে নির্ধারিত ভাড়া পরিশোধ করে মেট্রোতে ভ্রমণের পূর্বে কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড মেট্রো ভ্রমণ শেষে ট্রেন থেকে নামার সময় ফিরিয়ে নিবে। কার্ড লুকানোর কোন উপায় নেই। কারন, আপনি কার্ড দেয়া ছাড়া ষ্টেশন থেকে বের হতে পারবেন না।
স্থায়ী কার্ড
স্থায়ী কার্ড নেয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন-
- স্থায়ী কার্ড নিলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার সুবিধা থাকবে না। তবে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
- Ticket Office Machine (TOM) হতে বিক্রয়কারীর সহায়তায় Single Journey Ticket এবং MRT Pass ক্রয় করা যাবে।
- Ticket Vending Machine (TVM) হতে যাত্রীসার নিজে স্বয়ংক্রিয় ভাবে Single Journey Ticket ক্রয় এবং MRT Pass Top-up করতে পারবেন। এছাড়া Mobile ও Web Applications-এর মাধ্যমেও MRT Pass Top-up করতে পারবেন।
- MRT Pass এবং Rapid Pass হতে আপনার ভ্রমন দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়া কেটে নেয়া হবে।
- আপনি যে কোনো সময় MRT Pass ফেরত দিয়ে জমানতের অর্থ ও অব্যবহৃত অর্থ ফেরত নিতে পারবেন।
কার্ড বা পাস হারিয়ে ফেলেছেন
আপনার MRT Pass হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে জামানত পরিশোধ করে নতুন MRT Pass গ্রহণ করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার অব্যবহৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে নতুন MRT Pass এ স্থানান্তরিত করা হবে। এছাড়া MRT Pass হারিয়ে গেলে আপনার কাছাকাছি স্টেশনের TOM অপারেটরকে অবহিত করে রেজিস্টার্ড কার্ডের অবৈধ ব্যবহার বন্ধ করতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসা
ঢাকা মেট্রো নিয়ে কিছু সাধারণ জিজ্ঞাসা দেখুন-
ঢাকা মেট্রো রেল কবে চালু হয়?
ঢাকা মেট্রো রেল ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন ৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় তবে ২০২২ সালের ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হল।
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ কবে?
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।
মেট্রোরেলের উদ্বোধন হয় কবে?
২০২২ সালের ২৮ ডিসেম্বর জনসাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।
মেট্রোরেলের স্টেশন কয়টি?
১০৪ (পরিকল্পিত) (পাতাল ৫৩টি এবং উড়াল ৫১টি)
ফেসবুক: Kuhudak