দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির বুকে বসবাস খোইসান ভাষাভাষী আদিবাসী জনগোষ্ঠীর। তারা তাদের সনাতনী ধারার জীবনযাপন পদ্ধতি অনেকটা ধরে রাখতে পেরেছে। বিরূপ পরিবেশ ও আবহাওয়ার বিপরীতে চলে তাদের টিকে থাকার লড়াই। তাদেরকে পৃথিবীর অন্যতম দক্ষ Trekker ও Tracker হিসেবে গণ্য করা হয়।কারন, পদচিহ্ন অনুসরণ করে তারা শিকারের পিছনে ছুটতে পারে দিনের পর দিন। পথ চিনে ফিরে আসতে তাদের একটুও ভুল হয় না।
ভ্রমণে যে শান্তি পাই, সেটা আর কোথাও মেলে না।
নতুন কোনো জায়গায় গেলে মনটাই অন্যরকম ফ্রেশ হয়ে যায়।
নতুন মানুষ, নতুন খাবার, ভিন্ন পরিবেশ—সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।
জীবনে কাজ-কর্মের চাপ তো থাকবেই, কিন্তু মাঝে মাঝে একটু ঘুরে আসা দরকার।
ভাবি, যত দিন বাঁচি, তত দিন ঘুরেই কাটিয়ে দিই!