আলুটিলা পর্যটন পার্ক (Alutila Parjatan Park) বা আলুটিলা পর্যটন কেন্দ্র বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। ঐশ্বর্যময় সৌন্দর্য্যের অহঙ্কার খাগড়াছড়ি শহরে ভ্রমণের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র।
আজকের পোস্টে আমরা খাগড়াছড়ির আলুটিলা পর্যটন পার্ক সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক…
আরও: আলুটিলা গুহা
আলুটিলা পর্যটন পার্ক ভ্রমণ
ভ্রমণ স্থান | আলুটিলা পর্যটন পার্ক |
পূর্বের নাম | আরবারী পর্বত |
ধরন | পার্ক |
অবস্থান | মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, চট্টগ্রাম |
উচ্চতা | সমতল থেকে ৩,০০০ ফুট |
প্রবেশ মূল্য | ৪০ টাকা |
ঢাকা থেকে দূরত্ব | প্রায় ২৬৫ কিলোমিটার |
খাগড়াছড়ি শহর থেকে দূরত্ব | প্রায় ৮ কিলোমিটার |
ড্রোন উড়ানো যাবে | হ্যাঁ |
আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে আলুটিলা পাহাড় চূড়ায় অবস্থিত। পার্কটি খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে অবস্থিত হওয়ায় ভ্রমণে আপনি বাস, ট্যাক্সিযোগ বা স্থানীয় পরিবহণে সহজে যাতায়াত করতে পারবেন।
কি আছে আলুটিলা পর্যটন কেন্দ্রে
ঐশ্বর্যময় সৌন্দর্য্যের অহঙ্কার খাগড়াছড়ি আলুটিলা পার্কে ভ্রমণে গেলে আপনি মুগ্ধ হবেন এটা নিশ্চিত করা বলা যায়। এটি বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট বা কেন্দ্র।
খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক এই পার্কটি নিয়ে একটি কবিতা লিখেছিলেন।
ক্লান্ত পথিক ক্ষণেক বসিও আলুটিলার বটমূলে, নয়ন ভরিয়া দেখিও মোরে চেঙ্গী নদীর কোলে।
জনাব খোরশেদ আনসার খান
বলা যেতে পারে যে, এই আলুটিলা পাহাড় থেকে আপনি নিচের দিকে তাহলে সমতলের ছোট ছোট পাহাড় এবং মোবাইল টাওয়ার ও বাড়ি গুলো কে অনেকটা আলুর মত দেখায়। তাই হয়তো এই পাহাড়ের নাম আলুটিলা রাখা হয়ে থাকতে পারে। এখানে আপনি পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রাম কক্ষ ও বসার সু-ব্যবস্থা সহ আলুটিলা গুহা যাওয়ার সিঁড়ি দেখতে পাবেন।
সচেয়ে চমৎকার লাগবে পাহাড়ের সুন্দর বসার স্থানে বসে নিচের সবুজ প্রকৃতি উপভোগ করা। টিলার চূড়ায় দাঁড়ালে শহরের ছোট-খাট ভবন, বৃক্ষ শোভিত পাহাড়, চেঙ্গী নদীর প্রবাহ ও আকাশের আল্পনা আপনার মনকে অপার্থিব মুগ্ধতায় ভরে তোলবে।
মজার বিষয় কি জানেন? আলুটিলা পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে দার্জিলিংয়ের সাথে তুলনা করতে পারেন। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভ্রমণে আসেন। পর্যটকদের নিরাপত্তার জন্য এ স্থানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও করা হয়েছে।
আরও: হর্টিকালচার হ্যারিটেজ পার্ক
কিভাবে যাবেন
বাংলাদেশের যে কোন স্থান থেকে আপনি এখানে ভ্রমণে যেতে পারেন। রাজধানী ঢাকা থেকে ভ্রমণে যেতে চাইলে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে শান্তি, হানিফ, এস আলম, শ্যামলী, ইকোনো এবং ঈগল পরিবহনের এসি বা নন-এসি বাসে যেতে পারবেন।
ভাড়া: খাগড়াছড়ি যেতে বাস ভাড়া ৭০০ টাকা থেকে ১৮০০ টাকা নিতে পারে।
খাগড়াছড়ি (Khagrachari) থেকে চান্দের গাড়ি, সিএনজি, মোটরবাইক বা স্থানীয় পরিবহণে আলুটিলা গুহায় যেতে পারবেন। খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মাটি রাঙ্গা উপজেলায় আলুটিলা গুহা টি অবস্থিত। গাড়ি ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নিবেন।
চাইলে আপনি চট্টগ্রামের অক্সিজেন মোড় হতে BRTC ও শান্তি পরিবহণের বাসে খাগড়াছড়ি যেতে পারবেন। সকাল ৭টা থেকে শান্তি পরিবহনের বাস ১ থেকে ২ ঘন্ট পর পর খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া বেশ কিছু লোকাল বাসও খাগড়াছড়ি গিয়ে থাকে।
ভাড়া: বাস ভাড়া ২০০ টাকা থেকে ৩০০ টাকা নিতে পারে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘন্টা।
কোথায় খাবেন
ভ্রমণে সাথে অবশ্যই খাবার পানি রাখবেন। আর খাওয়ার জন্য খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এবং বাস স্ট্যান্ড এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এখানে খেতে পারেন অথবা পানথাই পাড়ে অবস্থিত সিস্টেম রেস্তোরা তে কফি, হাসের কালাভূনা, বাশকুড়ুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার খেতে পারেন।
এছাড়া পাহাড়ের উপরে বেশ কিছু রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে। চাইলে এখানেও খেতেপারেন।
আরও: বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের তালিকা
কোথায় থাকবেন
ভ্রমণে গিয়ে থাকার জন্য আপনি খাগড়াছড়ি জেলা শহরে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোন হোটেলে থাকতে পারেন।
ভাড়া: মান ভেদে হোটেল ভাড়া ৪০০ টাকা থেকে ৪ হাজার টাকা নিতে পারে।
ভ্রমণ জিজ্ঞাসা
আলুটিলা পর্যটন কেন্দ্র নিয়ে ভ্রমণের কিছু সাধারণ জিজ্ঞাসা।
আলুটিলা পাহাড়ের উচ্চতা কত?
আলুটিলা পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট।
আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত?
আলুটিলা পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত।
ফেসবুক: Kuhudak