বিমানবালা কি, তাদের সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই পোস্ট। বিমানবালা (Flight Attendant) বা ফ্লাইট অ্যাটেনডেন্ট সাধারণত যারা বিমানে কাজ করে থাকেন তাদেরকে বুঝায়। তবে, ঐতিহ্যগতভাবে তারা স্টুয়ার্ড (পুংলিঙ্গ) বা স্টুয়ার্ডেস (স্ত্রীলিঙ্গ) নামে পরিচিত।
অনেক সময় এয়ার হোস্ট যা পুংলিঙ্গ বা হোস্টেস যা স্ত্রীলিঙ্গ হিসেবে অবহিত করা হয়ে থাকে। চলুন বিমান বালা সম্পর্কে বিস্তারিত জানা যাক।
আরও: এয়ার টিকিট
বিমানবালা কি
বিমানবালা শব্দটি স্ত্রীবাচক। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বিমানবালা বা এয়ার হোস্টেস (Air Hostess) বলা হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে বলা হয় কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডস। বিমানবালাগন বিমান যাত্রীদের সেবায় কাজ করে থাকেন।
বিমানবালার কাজ
সাধারণত একজন বিমানবালার কাজ যাত্রীদের খাবার পরিবেশন করা থেকে শুরু করে তাদের নির্দিষ্ট বসার আসন খুঁজে পেতে সহায়তা করা, ওভারহেডে মালপত্র ওঠানামায় সহযোগিতা করা, যাত্রীদের কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া ইত্যাদি।
তাই বলতে পারি যে, সব মিলিয়ে ফ্লাইটের অভ্যন্তরে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় যাত্রীদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত থাকেন বিমানবালারা।
আরও: বিমানে ভ্রমণের নিয়ম
বিমানবালার শিক্ষাগত যোগ্যতা
অনেকেই বিমানবালা হতে চান। কারন, এই পেশায় থাকে বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ। ভ্রমণের সঙ্গে থাকে আকর্ষণীয় বেতন, অ্যাডভেঞ্চার, গ্ল্যামার এবং অন্যান্য সুযোগ-সুবিধাও।
আপনি যদি বিমান বালা হতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি বা এ লেভেল। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় কথা বলা ও লেখায় দক্ষা থাকতে হবে। এছাড়া আপনি যদি অন্য ভাষা জানেন, স্মার্ট ও সুদর্শন হন তাহলে আপনি অগ্রাধিকার বেশি পাবেন।
আরও: ২৪ ঘন্টা থেকে ১২ ঘন্টা সময় ফরম্যাট
বিমানবালায় চাকরি পেতে কি যোগ্যতা লাগে
আপনি যদি একজন বিমান বালা হতে চান তাহলে সাধারণত বিমানের প্রতিষ্ঠান গুলো স্মার্ট, উদ্যমী এবং বন্ধুসুলভ ব্যক্তিদের চাকরিতে নিয়োগ দিয়ে থাকেন।
আপনার বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে থাকলে ভালো। আর যদি অবিবাহিত হন তাহলে অগ্রাধিকার বেশি পাবেন। শারীরিক উচ্চতায় মেয়েদের কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে আর ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি এবং চোখের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। আপনি চশমা অথবা কন্টাক লেন্স ব্যবহার করতে পারবেন না।
আরও কিছু নিয়ম রয়েছে যেমন, বিমানবালার মাথার চুল অবশ্যই কাঁধের ওপর পর্যন্ত ছোট রাখতে হবে। চুল লম্বা হলেও সেভাবে সাজিয়ে রাখতে হবে। চুলের রঙ হতে হবে স্বাভাবিক। প্রত্যেক বিমানবালার হাত ও পায়ের নখ অবশ্যই ছোট রাখা বাধ্যতামূলক। বিমানবালাদের কমপক্ষে ২০ মিটার সাঁতার কাটার সক্ষমতা থাকতেই হবে।
নিয়ম গুলো কি বেশী কঠিন মনে হচ্ছে। এই নিয়ম গুলো মানতে পারলেই আপনি হতে পারবেন একজন আদর্শ বিমানবালা।
আরও: এভিয়েশন ফোনেটিক বর্ণমালা
বিমানবালার বেতন কত
আপনি যদি একজন বিমান বালা হন তাহলে শুরুতে আপনার বেতন ধরা হবে ৪০ থেকে ৬০ হাজার টাকা। আর আপনার অভিজ্ঞতা যত বাড়বে তার সঙ্গে সঙ্গে বাড়বে বেতনও। এ ক্ষেত্রে বিদেশি বিমান সংস্থা গুলো শুরুতে বেতন পেয়ে থাকে ১ লাখ টাকার বেশি!
মজার বিষয় হলো, বিভিন্ন দেশে বিমান ল্যান্ড করার পর সেখানে থাকার জন্য পাঁচ তারকা হোটেলে থাকার সুযোগ পাবেন। বিমানবালা হয়ে যত বেশি আকাশ ভ্রমণ করবেন, আপনার উপার্জন করার সুযোগ তত বেশি বেড়ে যাবে।
ফেসবুক: কুহুডাক