গ্রীনল্যান্ড পার্ক (Greenland Park) বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে অবস্থিত। সবুজে সমারোহ দৃষ্টিনন্দন এই পার্কটি পারিবারিক বিনোদন কেন্দ্র হিসেবে সবচেয়ে জনপ্রিয়।
আজকের পোস্টে আমরা চুনারুঘাটের গ্রীনল্যান্ড পার্ক সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক…
আরও: বিছনাকান্দি
গ্রীনল্যান্ড পার্ক ভ্রমণ
ভ্রমণ স্থান | গ্রীনল্যান্ড পার্ক |
ধরন | পার্ক |
অবস্থান | রানীগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ, সিলেট |
প্রবেশ ফি | ৫০ টাকা |
খোলা থাকার সময় | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা (প্রতিদিন) |
পিকনিকের ব্যবস্থা আছে | হ্যাঁ |
পার্কিং ব্যবস্থা আছে | হ্যাঁ |
ঢাকা থেকে দূরত্ব | প্রায় ১৫৫ কিলোমিটার |
হেল্পলাইন | 01748-307625 |
চুনারুঘাটের এই পার্কটি ব্যক্তি মালিকানায় গড়ে তোলা হয়েছে। এখানে পিকনিক আয়োজনের সকল ব্যবস্থা রাখা হয়েছে। পারিবারিক এই বিনোদন কেন্দ্রে আপনার পড়িবারের লোকজন নিয়ে আজই ভ্রমণ করে আসতে পারেন।
আরও: শ্রীমঙ্গল
কি আছে গ্রীনল্যান্ড পার্কে
সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় গড়ে তোলা এই পার্কে আপনি ভ্রমণে গেলে দেখতে পাবেন, বাঁশের তৈরী ঝুলন্ত সাকো, গোল চত্বর, লেক এছাড়া এখানে রয়েছে নান্দনিক রেস্টুরেন্ট ও লেকের জলে নৌকা দিয়ে ঘুরা এবং সাতার কাটার ব্যবস্থা।
গাছগাছালিতে ঘেরা সবুজ এই পার্কে বিলুপ্তপ্রায় বেশকিছু উদ্ভিদ সম্পর্কে তথ্য রয়েছে। রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির সমাহার। এছাড়া নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে আপনি চিন্তামুক্ত ভাবে পরিবার নিয়ে বেড়াতে আসতে পারবেন।
পার্কে পিকনিক করতে চাইলে বা ঘুরতে আসলে বাইরে থেকে সাথে খাবার নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নিষেধাজ্ঞা নেই। আবার পার্কের কর্তৃপক্ষের সাথে কথা বলে পিকনিকের খাবারের ব্যবস্থা করতে পারবেন।
আরও: পান্থুমাই ঝর্ণা
টিকিট মূল্য ও সময়সূচি
গ্রীনল্যান্ড পার্ক ভ্রমণে আসলে আপনাকে ৫০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। পার্কটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত খোলা থাকে।
কিভাবে যাবেন
আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে এখানে ভ্রমণে আসতে পারেন।
বাস ভ্রমণ
রাজধানী ঢাকা থেকে ভ্রমণে আসতে চাইলে ঢাকার গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী লন্ডন, হানিফ, গ্রীন লাইন, এনা, শ্যামলী, মিতালী, মামুন, মডার্ন, আল মোবারাকা, অগ্রদূত, দিগন্ত এবং বিসমিল্লাহ ইত্যাদি পরিবহনে করে আসতে পারবেন।
বাসে চড়ে শায়েস্তাগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে এসে নামবেন। শায়েস্তাগঞ্জ থেকে বাস বা সিএনজি করে ১২ কিলোমিটার দূরের চুনারুঘাট আসতে হবে। আবার, শায়েস্তাগঞ্জ থেকে সিএনজি করে চুনারুঘাট চলে আসতে পারেন। চুনারুঘাট থেকে CNG করে রানীগাও, রানীগাও থেকে রিক্সা বা অটোতে করে গ্রীনল্যান্ড পার্কে যেতে পারবেন।
ভাড়া: শায়েস্তাগঞ্জ যেতে ঢাকা থেকে বাস ভাড়া ৪৫০ টাকা থেকে ৯০০ টাকা নিতে পারে।
ট্রেন ভ্রমণ
আপনি চাইলে ট্রেনে যেতে পারেন। ঢাকার কমলাপুর রেল স্টেশন বা বিমানবন্দর স্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা, কালনি এক্সপ্রেস অথবা উপবন এক্সপ্রেসে করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন যাবেন। এরপর শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বাস বা CNG করে চুনারুঘাট চলে যেতে পারেন।
ভাড়া: ট্রেনে শ্রেণীভেদে জনপ্রতি ২৩০ টাকা থেকে ৫০০ টাকা নিতে পারে।
কোথায় খাবেন
পার্ক ভ্রমণে গিয়ে খাওয়ার জন্য পার্কের পাশেই নান্দনিক রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া রয়েছে রোমান্টিক রেস্টুরেন্ট! আপনি চাইলে চুনারুঘাটে এসেও খেতে পারেন। এখানে রয়েছে বেশ কিছু খাবারের হোটেল।
আরও: বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের তালিকা
কোথায় থাকবেন
এই স্থানটি একদিনের ভ্রমণের জন্য দারুন। তবে আপনি যদি ভ্রমণে গিয়ে থাকতে চান তাহলে হবিগঞ্জ শহরে হোটেল জামিল, হোটেল সোনারতরী, হোটেল আমাদ সহ আরও সাধারণ মানের আবাসিক হোটেল পাবেন।
এছাড়া ৫ তারকা বা ৫ স্টার মানের হোটেলে থাকতে চাইলে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে থাকতে পারেন।
ফেসবুক: Kuhudak