ড্রিম ওয়ার্ল্ড পার্ক (Dream World Park) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী (Noakhali) জেলার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ধর্মপুর গ্রামে দৃষ্টিনন্দন গাছগাছালি পরিবেষ্টিত বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে।
আজকের পোস্টে আমরা নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক…
আরও: ডাইনো পার্ক
নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক
ভ্রমণ স্থান | ড্রিম ওয়ার্ল্ড পার্ক |
ধরন | পার্ক |
অবস্থান | ধর্মপুর, মাইজদী কোর্ট, নোয়াখালী, চট্টগ্রাম |
আয়তন | ২৫ একর |
প্রবেশ ফি | ৫০ টাকা |
খোলা থাকার সময় | সকাল ৯:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট (প্রতিদিন) |
পিকনিকের ব্যবস্থা আছে | হ্যাঁ |
পার্কিং ব্যবস্থা আছে | হ্যাঁ |
ঢাকা থেকে দূরত্ব | প্রায় ১৮৪ কিলোমিটার |
হেল্পলাইন | 01849-653660, 01825-295829 |
নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক প্রায় ২৫ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে। এটি সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত একটি পার্ক এবং সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের জন্য উপযুক্ত।
আরও: বাংলাদেশের সেরা ১০টি শিশু পার্ক
কি আছে ড্রিম ওয়ার্ল্ড পার্কে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই এই নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক টি রয়েছে। এছাড়া এটিই একমাত্র পার্ক যা নোয়াখালী জেলার সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র হিসাবে সবার কাছে অত্যন্ত সুপরিচিত।
ড্রিম ওয়ার্ল্ড পার্ক বাচ্চা বা শিশুদের জন্য দারুন এক স্থান। আপনি এখানে ভ্রমণে গেলে ঝর্ণা, সুইং চেয়ার, প্যাডেল বোট, হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, কিডস ট্রেন, ফ্যামেলি ট্রেন, ফেরিস হুইল, বাম্পার কার, সোয়ান বোট ও নাগরদৌলা দেখতে পাবেন।
পাশাপাশি এখানে সবুজে ঢাকা পাহাড়, লেক, সুইমিংপুলে আপনার মন জুড়িয়ে যাবে। পার্কে গাড়ি পার্কিং এবং পিকনিকের ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আরও: তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক
টিকিট মূল্য ও সময়সূচি
নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কে প্রবেশের জন্য আপনাকে টিকেটের মূল্য ৫০ টাকা দিতে হবে। এছাড়া পার্কে ৩টি পিকনিক প্যাকেজ ও ১টি ফ্যামিলি প্যাকেজ চালু রয়েছে।
ড্রিম ওয়ার্ল্ড পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।
কিভাবে যাবেন
আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে এখানে ভ্রমণের জন্য আসতে পারবেন।
বাস ভ্রমণ
রাজধানী ঢাকা থেকে বাসে ভ্রমণে যেতে চাইলে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একুশে এক্সপ্রেস, মুনলাইন এন্টারপ্রাইজ ও হিমাচল এক্সপ্রেস এসি এবং নন-এসি বাসে নোয়াখালী যেতে পারবেন। ধানমন্ডি জিগাতলা বাস কাউন্টার থেকে একুশে পরিবহন নোয়াখালীর উদ্দেশ্যে রাত ১০:২০ মিনিটে ছেড়ে যায়।
ভাড়া: বাস ভাড়া ৫০০ থেকে ১২০০ টাকা নিতে পারে।
ট্রেন ভ্রমণ
ট্রেনে করে ঢাকা থেকে নোয়াখালী যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন বিকাল ৪:২০ মিনিটে উপকুল এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেন নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগবে ৬ ঘন্টা।
ভাড়া: ট্রেন ভাড়া ৩২০ টাকা থেকে ৪৫০ টাকা নিতে পারে।
কোথায় খাবেন
পার্কে ভ্রমণে গিয়ে সাথে খাবার পানি রাখতে পারেন। আর খাওয়ার জন্য এখানে মোটামোটি মানে হোটেল পাবেন। এছাড়া নোয়াখালী মাইজদী শহরে গিয়েও খেতে পারেন।
আরও: বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের তালিকা
কোথায় থাকবেন
যদি এই পার্ক আপনি একদিনে ভ্রমণ করে আসতে পারবেন। কিন্তু তারপরও যদি থাকতে চান তাহলে, নোয়াখালীতে থাকার জন্য বিভিন্ন মানের বেশকিছু হোটেল রয়েছে। আপনি চাইলে রয়েল হোটেল, হোটেল আল মোরশেদ, নোয়াখালী গেষ্ট, হোটেল রাফসান, পুবালি হোটেল, সার্কিট হাউস এসব আবাসিক হোটেলে থাকতে পারবেন।
ফেসবুক: Kuhudak