মান্দারতলী আদর্শ গ্রাম – Mandartali Ideal Village -একটি আদর্শ গ্রাম এর পরিচিতি নিয়ে আজকের পোস্ট। মান্দারতলী আদর্শ গ্রাম এর অবস্থান মতলব বাজার থেকে প্রায় ৬/৭ কিলোমিটার উত্তরে এবং এটি চাঁদপুর জেলায় অবস্থিত।
গ্রাম এর নাম: মান্দারতলী আদর্শ গ্রাম, ইংরেজি: Mandartali Ideal Village । মতলব উত্তর, চাঁদপুর।
মান্দারতলী আদর্শ গ্রাম এর পরিসংখ্যান
মোট পরিবার | ৪১৩ টি |
মোট জনসংখ্যা | ১৭০৭ জন |
পুরুষ | ৭২৪ জন |
মহিলা | ৯৮৩ জন |
গড় পরিবারের আকার | ৪.১৩ |
পরিসংখ্যান সূত্রঃ বাংলাদেশ জনসংখ্যা এবং হাউজিং সেনসাস ২০১১
মান্দারতলী গ্রামে শিক্ষার হার গড়ে ৬৪.১% যেখানে, পুরুষ ৬৩.০% এবং মহিলা ৬৫.০% । পড়তে এবং লিখতে পারা লোকের সংখ্যা ৮৫৫ জন।
পরিসংখ্যানে যদিও ১৭০৭ জন এর ভিতরে ৪৪ জন কে হিন্দু বলে শনাক্ত করছে। তা বাস্তবে কতটুকু সঠিক সে বিষয়ে খতিয়ে দেখা হয় নি।
তবে, আমার জানা মতে মান্দারতলী আদর্শ গ্রাম -এ কোন হিন্দু পরিবার নেই।
বয়স গ্রুপ অনুসারে জনসংখ্যার শতাংশ
এবার দেখুন বয়স গ্রুপ অনুসারে জনসংখ্যার শতাংশঃ
পরিসংখ্যান সূত্রঃ বাংলাদেশ জনসংখ্যা এবং হাউজিং সেনসাস ২০১১
মান্দারতলী আদর্শ গ্রাম এর ম্যাপ
নিচে মান্দারতলী আদর্শ গ্রাম এর লোকাল ম্যাপ দেয়া হল।
সম্পূর্ণ ম্যাপ দেখতে এখানে ক্লিক করুন:- Matlab Uttar Upazila _Road
ম্যাপ সুত্রঃ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (জিআইএস ইউনিট)
আরো দেখুন: খোদাই পুকুর রহস্য – মতলব, চাঁদপুর
মান্দারতলী আদর্শ গ্রাম এর প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহ
মান্দারতলী আদর্শ গ্রাম এর প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহ এর লিস্টঃ মান্দারতলী আদর্শ গ্রাম এ মোট ২২ টি প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে।
- মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়
- প্রভাতি শিশু কানন সরকারী প্রাথমিক বিদ্যালয়
- মান্দারতলী মেইল কাঁরখানা
- মান্দারতলী আয়শা সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা
- মান্দারতলী আয়শা সিদ্দিকিয়া মসজিদ
- মান্দারতলী গণ কবরস্থান
- ৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- মান্দারতলী কেন্দ্রীয় জামে মসজিদ
- মান্দারতলী হাফেজিয়া মাদ্রাসা
- মান্দারতলী কুয়া
- মান্দারতলী কিন্ডারগার্টেন
- মান্দারতলী আদর্শ বাজার
- মান্দারতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
- ইউনিয়ন ভূমি অফিস
- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
- হাইস্কুল মসজিদ
- পোস্ট অফিস
- ১১নং ফতেপুর (পঃ) ইউনিয়ন কমিউনিটি সেন্টার
- মান্দারতলী উপ-স্বাস্থ্য কেন্দ্র
- কৃষক সমবায় সমিতি
- আল করিম ইসলামী পাঠাগার
- উত্তর মান্দারতলী সরকারী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
সর্বমোট মান্দারতলী আদর্শ গ্রাম এ হাইস্কুল ১টি, প্রাইমারী স্কুল ৩টি, মসজিদ এর সংখ্যা ৭ টি এবং ২টি মাদ্রাসা রয়েছে।
মান্দারতলী আদর্শ গ্রাম এর প্রতিষ্ঠান এবং স্থাপনার সংখ্যা
উচ্চ বিদ্যালয় | ১টি |
প্রাইমারী স্কুল | ৩টি |
মসজিদ | ৭টি |
মাদ্রাসা | ২টি |
সরকারী প্রতিষ্ঠান | ৯টি |
পাঠাগার | ১টি |
কিন্ডারগার্টেন | ১টি |
নিদর্শন | ১টি |
মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়
মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় (Muzaddedia High School) স্থাপিত হয়েছে ১৯৭১ ইং, মতলব(উত্তর), চাঁদপুর
Institute Level: Secondary School
EIIN Number: 103889
Latitute: 23.337521
Longitute: 90.752403
Address: Mandartali, Matlab Road, Matlab (Uttar) Upazila, Chandpur, Chittagong, Bangladesh
Website: mojaddediahs.edu.bd
প্রভাতি শিশু কানন সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রভাতি শিশু কানন সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে ১৯৯২ইং
পুনঃ নির্মাণ সনঃ ২০১১-২০১২ অর্থ বছর
প্রকল্পের নামঃ তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিডিপি-৩)
বাস্তবায়নেঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
মান্দারতলী মেইল কাঁরখানা
মান্দারতলী গণ কবরস্থান
মান্দারতলী গণ কবরস্থান স্থাপিত হয়েছে ১৯৬২ইং।
৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়
৯০নং মান্দারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে ১৯৩৯ইং।
বাস্তবায়নেঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
নির্মাণ সনঃ ২০০৮-২০০৯ অর্থবছর।
মান্দারতলী কেন্দ্রীয় জামে মসজিদ
মান্দারতলী কেন্দ্রীয় জামে মসজিদ এর পাশেই রয়েছে মান্দারতলী হাফেজিয়া মাদ্রাসা। পাশাপাশি এখানে আরো রয়েছে মান্দারতলী গ্রাম এর সেই বিখ্যাত কুয়া।
মান্দারতলী কুয়া
মান্দারতলী আদর্শ গ্রাম এর এটিই সেই বিখ্যাত কুয়া। এটা থেকে পূর্বে পানি তোলা হলেও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মান্দারতলী আদর্শ বাজার
মান্দারতলী আদর্শ বাজার প্রতিদিন সকালে বসে। এই বাজারটি খুব সকালে শুরু হয় এবং ২-৩ ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়।
মান্দারতলী আদর্শ বাজার এ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি পাওয়া যায়।
আশেপাশের কাজীকান্দি, রাঢ়ীকান্দি, দিঘলীপাড়, নবুরকান্দি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং বিক্রয় করতে আসে।
এখানে সুলভ মূল্যতে সব কিছু পাওয়া যায়।
আরো দেখুন: আই সি ডি ডি আর বি মতলব ভ্রমণ – icddr, b Matlab Tour
মান্দারতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
ইউনিয়ন ভূমি অফিস
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র – আঠারোর আগে বিয়ে নয়, বিশের আগে সন্তান নয়।
১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন, মতলব উত্তর, চাঁদপুর।
এখানে সপ্তাহে প্রতিদিন ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী সেবা প্রদান করা হয়।
হাইস্কুল মসজিদ
পোস্ট অফিস
এটি মান্দারতলী পোস্ট অফিস।
মান্দারতলী পোস্ট অফিস কোডঃ ৩৬০০
১১নং ফতেপুর (পঃ) ইউনিয়ন কমিউনিটি সেন্টার
১১নং ফতেপুর (পঃ) ইউনিয়ন কমিউনিটি সেন্টার স্থাপিত ১৯৬৪ইং।
মান্দারতলী উপ-স্বাস্থ্য কেন্দ্র
মান্দারতলী উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয়েছে ১৯৬৪ইং।
গ্রাম ও পোঃ মান্দারতলী
মতলব উত্তর, চাঁদপুর
আরও: চাঁদপুর লোকাল গাইড এর প্রথম মিট-আপ
ফেসবুক: Kuhudak
এতো ভুল তথ্য উপস্থাপন করেছেন কেন ভাই?
আরোও একটু যাচাই-বাছাই করে তারপর লিখা উচিত ছিলো। গ্রামের আয়তন উল্লেখ করা হয়নি।পাশাপাশি জনসংখ্যা বলা হয়েছে মাত্র ১৭০৭ জন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। একটু খেয়াল করলেই দেখতে পাবেন তথ্যসূত্র উল্লেখ করা আছে: “পরিসংখ্যান সূত্রঃ বাংলাদেশ জনসংখ্যা এবং হাউজিং সেনসাস ২০১১”
আমাদের মান্দারতলী গ্রাম ?
অনেক তথ্য