চিড়িয়াখানা ভ্রমণ – মিরপুর, ঢাকা (Bangladesh National Zoo, Mirpur)। অনেকদিন হল ভ্রমন নিয়ে লিখা হচ্ছে না। একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। যদিও ঘুরাঘুরি চলছিল ঠিকই! যাইহোক আবার ব্যাক করেছি। ইনশাআল্লাহ্ এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করব।
পড়াশোনার জন্য ঢাকায় থাকা হচ্ছে অনেক বছর হয়ে গেলো। ঢাকায় এসে প্রথমে গাজীপুর এর দিকে থাকা হয়েছিল ৬ মাস এর মত।
নতুন পরিবেশ এবং ঠিক মত না খাওয়ার ফলে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল এ ভর্তি হতে হয়েছিল। তারপর গাজীপুর থেকে মিরপুর এর দিকে চলে আসি।
এরপর এখানেই থাকা হচ্ছে।
মিরপুর এ চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন এর ঠিক পাশেই আমার বাসা। চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের পাশে বাসা হওয়ায় প্রায়শই চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন এ যাওয়া হয়।
বেশি যাওয়া হয় বোটানিক্যাল গার্ডেনে! ক্রিকেট খেলার জন্য। খেলা শেষে আবার চলে আসি। বোটানিক্যাল গার্ডেনে ঢুকার জন্য টিকিট কাটতে হয়। জন প্রতি ২০ টাকা করে।
কিন্তু আমরা ঢুকি ফ্রিতে! চিপা রাস্তা দিয়ে! আরামসে…। ফ্রি পেলে টাকা দেয় কে বলেন।
বোটানিক্যাল গার্ডেন নিয়ে আরেকদিন কথা বলব। আজকে আমরা চিড়িয়াখানা ভ্রমণ এ যাব। যেটা, মিরপুর ঢাকা তে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আগে অবশ্য এটার নাম ছিল ঢাকা চিড়িয়াখানা। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা
ভ্রমণ স্থান | বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা |
অবস্থান | মিরপুর, ঢাকা, বাংলাদেশ |
স্থাপিত | ২৩শে জুন, ১৯৭৪ |
উদ্বোধন | ২৩শে জুন, ১৯৭৪ |
আয়তন | ১৮৬ একর |
প্রাণীর সংখ্যা | ২১৫০ |
প্রজাতির সংখ্যা | ১৯১ |
বার্ষিক পরিদর্শক | ৩,০০০,০০০ |
চিড়িয়াখানা প্রবেশ মূল্য | ৫০ টাকা |
তথ্যসূত্র – উইকিপিডিয়া
সময়সূচী
রবিবার | সাপ্তাহিক বন্ধ |
সোমবার | সকাল ৯ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
মঙ্গলবার | সকাল ৯ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
বুধবার | সকাল ৯ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
বৃহস্পতিবার | সকাল ৯ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
শুক্রবার | সকাল ৯ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
শনিবার | সকাল ৯ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
তথ্যসূত্র – গুগল ম্যাপ
ভ্রমণের প্রস্তুতি
নাদিম আমার এলাকার ছোট ভাই। থাকে মতিঝিল। ও অনেকদিন ধরেই আমার এখানে ঘুরতে আসার কথা বলছিল।
নাদিম এর অফিস যেহেতু শুক্রবার বন্ধ, তাই ও বৃহস্পতিবার রাতে আমার এখানে চলে আসে।
রাতের খাবার খেয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম। 3D ছবি দেখলাম। আর ফাঁকে ফাঁকে RJ Farhan এর প্রেংক কল গুলো শুনলাম আর হাসলাম। বেটা ফারহান একটা জিনিস রে বাবা!
যাইহোক, রাত প্রায় ৩ঃ৩০ মিনিট এর দিকে আমরা শুয়ে পড়লাম।
ভ্রমনের দিন
ভ্রমনের দিন সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করেও উঠতে পারিনি। আমাদের ঘুম ভাংলো প্রায় ১১টার দিকে।
ঘুম থেকে উঠেই ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সকাল এর নাস্তা করতে করতে দুপুর ১২ঃ৩০ মিনিট!
এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে, ২টার দিকে বের হব।
২টার কথা বললে কি আর ২ টায় বের হওয়া যায়। রেডি হয়ে আমাদের বের হতে হতে ঘড়িতে সময় তখন ৩টা!
তাড়াহুড়া করে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে মনে হল, মিরপুরে আমার এক চাচা (নুরে আলম), মামা (কামরুল ইসলাম) থাকেন। তাদের সাথে নিলে ভ্রমন টা আরো মজার হবে।
শুক্রবার যেহেতু সবার অফিস বন্ধ থাকে তাই ২ জনকেই কল দিলাম।
চাচা গ্রামের বাড়ি গেছেন। আর মামার কি যে এক কাজ আছে। অগন্তু আমরা ২ জনই রিক্সায় চেপে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। আগেই বলেছি, চিড়িয়াখানা আমার বাসার খুব কাছে।
আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ভ্রমণ, ঢাকা
চিড়িয়াখানা ভ্রমণ
আমরা ২০ মিনিট এর ভিতর চিরিয়াখানা চলে আসলাম। এসে একটা ব্যাপার লক্ষ্য করলাম যে, এর আগে আমি যতবারই এখানে এসেছি কখনো আজকের মত এতো মানুষ দেখিনি!
আজকের দিনে প্রচুর দর্শনার্থী হয়েছে। আমরা রিক্সা থেকে নেমে কিছুটা হেটে টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট এর দাম বাড়ার কথা থাকলেও এখনো তারা টিকিট এর দাম বাড়ায়নি।
২টা টিকিট কেটে আমরা চিরিয়াখানার ভিতরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়ালাম।
চিড়িয়াখানার দিকে মুখ করে দাঁড়ালে আপনার হাতের ডান পাশেই দেখতে পাবেন বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্ভিদ উদ্যান। যেটা বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত।
চিড়িয়াখানা ভিতরে ঢুকেই যা দেখলাম
চিড়িয়াখানা ভিতরে ঢুকেই যা দেখলাম তা হল, গাছ! হুম গাছ। প্রচুর গাছপালা আছে চিড়িয়াখানাতে।
চিড়িয়াখানা ঢুকে সোজা গেলে প্রথমে চোখে পড়বে বানরের খাঁচা। সাথে পুরো চিড়িয়াখানার ম্যাপ এবং কিছু নির্দেশনা।
প্রাণীদের খাবার দিবেন না। খাঁচার একেবারে কাছে যাবেন না… ব্লা ব্লা…
আর, চিড়িয়াখানা ঢুকেই আপনি যদি হাতের বা দিকে যান, তাহলে এদিক দিয়ে রয়েছে পুরুষ ও মহিলাদের টয়লেট, কিছু খাবারের দোকান।
এরি মাঝে মোবাইলের রিংটন টা বেজে উঠল। কামরুল মামা কল দিয়ে জানালেন মামা এবং তার এক ফ্রেন্ড আসছেন চিড়িয়াখানায়! সময় লাগবে ৫ মিনিট এর মত।
শুনেই ভালো লাগল। যাক, একসাথে সবাই মিলে মজা করে ঘুরা যাবে।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ সাভার, ঢাকা
চিড়িয়াখানা এর ভিতরে ঘুরা শুরু করবেন যেভাবে
প্রথমে কিছু নির্দেশনাবলী:
- চিড়িয়াখানার ঘুরার জন্য চিড়িয়াখানা ঢুকে প্রথমে সোজা যাবেন। একটু সামনে গেলেই দেখতে পাবেন পুরো চিড়িয়াখানার একটি বড় ম্যাপ রয়েছে। সাথে দেখতে পাবেন সামনেই একটি বানরের খাঁচা। বানরের সাথে দেখা করার পর আপনি হাতের বা দিকে যাবেন।
- হাতের বা দিক দিয়ে ঘুরতে ঘুরতে আপনি আস্তে আস্তে ডান দিকে যাবেন। এভাবে করেই আপনার পুরো চিড়িয়াখানা ঘুরা শেষ করবেন। চিড়িয়াখানাও এই নিয়ম টা ই দিয়েছে। যাতে আপনি পুরো চিড়িয়াখানার সব গুলো প্রানির দেখা পান।
- চিড়িয়াখানার প্রাণীদের খাবার দেয়া থেকে বিরত থাকুন।
- হিংস্র প্রানি যেমনঃ বাঘ, সিংহ, সাপ এসব প্রাণীদের খাঁচা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন।
- আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে, তাদেরকে সব সময় কাছে রাখুন। প্রয়োজনে হাত ধরে রাখুন। কারন, চিড়িয়াখনা অনেক বড় এবং সবসময় এখানে প্রচুর মানুষের সমাগম থাকে। একবার যদি আপনার বাচ্চা কে হারিয়ে ফেলেন, তাহলে তাকে খুজে পেতে অনেক সময় লাগবে। এর ফলে আপনার আনন্দ ভ্রমন নিরানন্দ হয়ে যাবে।
- আর যদি, এরকম সমস্যায় পড়েই যান। তাহলে ঘাবড়ানর কিছু নেই। কারন, চিড়িয়াখানার ভিতরে একদল সদস্য রয়েছে, যারা আপনার সহযোগিতা করার জন্য রেডি হয়ে থাকে সবসময়। আপনি ভিতরে চুকলেই তাদের মাইকের শব্দ পাবেন।
- চিড়িয়াখানা ঢুকার পূর্বে সাথে পানি এবং শুঁকন খাবার নিয়ে নিন। কারন, এতো বড় চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাছাড়া, উচু নিচু যায়গা দিয়েই আপনাকে ভ্রমন করতে হবে।
- যতটা সম্ভব খোলামেলা জামাকাপড় পড়ে চিড়িয়াখানা যাওয়ার চেষ্টা করুন। এতে ক্লান্তি কম লাগবে।
- ভ্রমন উপযোগী জুতা পরার চেষ্টা করুন।
- সবসময় আপনার মানিব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনার হেফাজতে রাখুন।
চলুন চিড়িয়াখানা ভ্রমন শুরু করা যাক
হাতের বা দিক দিয়ে গেলে এক এক করে দেখতে পাবেন গণ্ডার, গরিয়াল, হরিন, গয়াল, হাতি, জিরাফ ইতাদি প্রানির খাঁচা। আপনি কম সময় নিয়ে সব প্রানি দেখার জন্য দ্রুত হাটবেন না। এতে আপনি দ্রুতই ক্লান্ত হয়ে পড়বেন।
হাটতে হাটতে সবচেয়ে বেশি ভীড় দেখতে পাবেন জিরাফ এর খাচার দিকে। আমি যতবারই চিড়িয়াখানায় গিয়েছি, ততবারই এই বিষয়টা লক্ষ্য করেছি।
আমি প্রথম চিড়িয়াখানা এসেছিলাম আমার চাচা (জাকির হোসেন) এর হাত ধরে। তখন আমার বয়স আনুমানিক ৭ কি ৮ বছর। আমি আমার মেঝো ভাই মোয়াজ্জেম হোসেন কে চাচা এখানে ঘুরতে নিয়ে এসেছিলেন।
বাঘ এবং সিংহের খাঁচা
বাঘ এবং সিংহের খাঁচা রয়েছে চিড়িয়াখানার একেবারে শেষের দিকে। আপনি সাপ এর সাথে দেখা করে একটু সামনে এগিয়ে দেখতে পাবেন বেশ বড় হরিন এর খাঁচা। হরিন এর খাচার পাশদিয়ে বা দিকে গেলেই দেখতে পাবেন বিশাল এর ঝিল। তার ডান পাশেই বাঘ এবং সিংহের খাঁচা।
এরপর আবারো হরিনের খাঁচা।
আপনি ঠিকমত সবগুলো খাঁচায় ঘুরলে আপনার প্রায় ১ দিন সময় লেগে যাবে।
হরিণ এর খাঁচার পাশেই ছোট ছোট টুল রয়েছে। ক্লান্ত বোধ করলে কিছুক্ষন বিশ্রাম নিয়ে নিতে পারেন।
আরও পড়ুন: সুন্দরবন ট্যুর
প্রাণী জাদুঘর
চিড়িয়াখানা এর ভিতরেই রয়েছে প্রাণী জাদুঘর। এখানে আপনি ঘোড়ার ডিম থেকে শুরু করে হাজার বছর পুরনো কচ্ছপ দেখতে পাবেন। এছাড়াও নানা প্রজাতির সাপ ও অন্যান্য প্রানি রয়েছে এই প্রাণী জাদুঘরে।
প্রাণী জাদুঘর এ ঢুকার জন্য আপনাকে আলাদা করে টিকিট নিতে হবে।
চিড়িয়াখানা ভ্রমণ গাইড ও কিছু প্রশ্ন-উত্তর
মিরপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত ?
বাংলাদেশের ঢাকা জেলার মিরপুর থানায় অবস্থিত।
মিরপুর চিড়িয়াখানা কিভাবে যাব ?
রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। আপনি বাসে যেতে পারেন। এছাড়া নিজস্ব পরিবহণ ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেটকার ভাড়া করেও চিড়িয়াখানায় যাওয়া যায়।
মিরপুর চিড়িয়াখানা কত নাম্বারে ?
মিরপুর চিড়িয়াখানা: মিরপুর – ২ নাম্বারে অবস্থিত। মিরপুর ১ নাম্বার হয়ে সনি সিনেমা হল দিয়ে কিছুটা গেলেই মিরপুর ২ নাম্বার। এখানেই বাংলাদেশর জাতীয় চিড়িয়াখানা অবস্থিত।
চিড়িয়াখানা প্রবেশ মূল্য কত ?
বর্তমানে জাতীয় চিড়িয়াখানা প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে। পূর্বে টিকিটের দাম ছিল ৩০ টাকা। এখন দুই বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রবেশ মূল্য টিকিট ৫০ টাকা। তবে ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের প্রবেশ মূল্যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়ে থাকে।
চিড়িয়াখানা বন্ধ কবে ?
সাপ্তাহিক বন্ধ: রবিবার
গাড়ি পার্কিং ফি কত ?
বাস, ট্রাক, মিনিবাস ধরণের যানবাহনের জন্যে ৪০ টাকা (কম বেশি হতে পারে)। মাইক্রোবাস, ট্যাক্সি, জীপ, প্রাইভেট কার, পিক আপ এই ধরণের গাড়ির জন্যে পার্কিং ২০ টাকা (কম বেশি হতে পারে)। সিএনজি, টেম্পু, মটরসাইকেল ইত্যাদির জন্যে ১০ টাকা (কম বেশি হতে পারে)। রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্যে ২ টাকা পার্কিং ফী (কম বেশি হতে পারে)।
কোথায় খাবেন ?
চিড়িয়াখানার সামনে অনেক খাবারের দোকান রয়েছে। আপনি চাইলে এখানে খেতে পারেন। এখানে খাবারের দাম বেশি। অবশ্যই খাওয়ার পূর্বে খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। এছাড়া মিরপুর ১ নাম্বারে খুব ভালো মানের খাবারের হোটেল রয়েছে।
ফেসবুক: Kuhudak
রবিবার বন্ধ থাকে এখন?
দারুন
ধন্যবাদ
লেখাটি পড়ে খুব ভাল লাগল। ধন্যবাদ! তবে জানার বিষয় হল বর্তমান টিকেট ফি কত?
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। বর্তমান টিকেট ফি ৫০ টাকা।
Nice Direction
thanks #Bidhan
অনেক বার গিয়েছি আরিফ ভাই।
ছোটবেলায় একবার আম্মুর সাথে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। পরে কিভাবে জেনো তারা আমাকে খুজে পেয়েছিল। আম্মু মাঝে মাঝে বাসায় এই গল্পটা করে।
হারিয়ে গিয়েছিলেন! হাহা… তাই নাকি!!
যাক, ফিরে না পেলে আমরা এই ভাইটিকে কোথায় পেতাম।