বালিয়াটি জমিদার বাড়ি (Baliati Zamindar Bari) বা বালিয়াটি প্রাসাদ নিয়ে ট্যুর গাইড সহ বিস্তারিত থাকছে এই পোস্টে। এই ভ্রমণ গাইডের মাধ্যমে GoArif -এ ভ্রমণ এর নতুন ক্যাটাগরি শুরু করা হল। এই ক্যাটাগরির নাম হবে: ভ্রমণ গাইড (Vromon Guides)।
বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত।
বালিয়াটি প্রাসাদ “বালিয়াটি জমিদার বাড়ি” নামে পরিচিত। মানিকগঞ্জ জেলার সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
ভ্রমণ স্থান | বালিয়াটি জমিদার বাড়ি |
অনন্য নাম | বালিয়াটি প্রাসাদ |
ধরন | জমিদার বাড়ি |
আয়তন | ১৬৫৫৪ বর্গমিটার |
অবস্থান | মানিকগঞ্জ, ঢাকা বিভাগ, বাংলাদেশ |
স্থাপিত | ১৯ শতক |
ঢাকা থেকে দূরত্ব | ৬৪.৪ কিলোমিটার (ম্যাপ) |
প্রবেশ মূল্য | ২০ টাকা |
কি কি দেখবেন
বালিয়াটি জমিদার বাড়ীতে কি কি দেখবেন চলুন সেটা জানি। জমিদার বাড়ীতে দর্শনীয় স্থান সমূহ গুলো হল:
- বালিয়াটি প্রাসাদ
- গোলাবাড়ি
- পশ্চিম বাড়ি
- পূর্ববাড়ি
অসাধারণ দৃষ্টিনন্দন ইমারত, নির্মাণ কৌশল আর অলংকরণে অপূর্ব দেখতে এই জমিদার বাড়িটি। প্রধান ফটক দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়বে প্রশস্ত আঙ্গিনা। এই লাইনে ৪টি ভবন রয়েছে। এছারও অন্দরমহল ও কয়েকটি পুকুর রয়েছে জমিদার বাড়ীর পিছনের দিকে।
আরও: বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান
সময়সূচী
বালিয়াটি জমিদার বাড়ি খোলা থাকার সময়সূচী শীতকাল এবং গ্রীষ্মকাল এর মধ্যে ১ ঘন্টা ব্যবধান হয়ে থাকে।
শীতকাল: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
গ্রীষ্মকাল: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
বিরতি: দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত
বিরতি: দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত
শক্রবার: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি
বন্ধ: রবিবার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবসসহ সরকারি ছুটির দিন সহ ঈদের পরের দিন জমিদার বাড়ী বন্ধ থাকে।
কিভাবে যাবেন
বাস ভ্রমণ
মতিঝিল থেকে: ঢাকার মতিঝিল এলাকায় কাউন্টার থেকে মানিকগঞ্জের উদ্দেশে “মানিকগঞ্জ এসি লিংক লিমিটেড” বাস ছেড়ে যায়।
গাবতলী বাস টার্মিনাল থেকে: এছাড়া গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী “এস বি লিংক” বা, যে সব বাস সাটুরিয়া হয়ে যায় সেইসব বাসে করে যেতে পারবেন।
সাটুরিয়া পার হয়ে মানিকগঞ্জের ৮ কিমি আগেই সাটুরিয়ার জিরো পয়েন্টে নেমে যেতে হবে। বাসের সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই আপনাকে নামিয়ে দিবে।
সময়: ২ ঘন্টা থেকে ২:৩০ মিনিট (প্রায়)
ভাড়া: ৩৫ থেকে ৪০ টাকা; (এস বি লিংক: ৮৫ টাকা – সাটুরিয়ার জিরো পয়েন্ট) – ২০২০
জিরো পয়েন্ট থেকে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটার। আপনি ইজিবাইক বা সিএনজিতে ২০ থেকে ৩০ টাকা ভাড়া দিয়েই যেতে পারবেন। এছাড়া সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমেও সিএনজি/ইজিবাইক দিয়ে যেতে পারবেন তবে ভাড়া নিবে ৫০থেকে ৬০ টাকা।
উত্তরা থেকে: ঢাকার উত্তরা থেকে যেতে চাইলে আপনি আব্দুল্লাপুর হয়ে নবীনগর যাবেন। স্মৃতিসৌধের সামনে থেকে সাটুরিয়া যাবার বাস পাবেন।
ভাড়া: ৪০ থেকে ৫০ টাকা
মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জ থেকে শুভযাত্রা, পল্লীসেবা, শুকতারা ইত্যাদি বাসে চড়ে যেতে পারেন।
ভাড়া: ২০ টাকা
টিকেট মূল্য
জমিদার বাড়িতে দেশি দর্শনার্থীদের জন্য প্রবেশের জনপ্রতি টিকেট মূল্য ২০ টাকা। বিদেশি দর্শনার্থীদের টিকেট মূল্য ২০০ টাকা, সার্কভুক্ত দর্শনার্থী টিকেট মূল্য ১০০ টাকা করে।
দেশি দর্শনার্থী: ২০ টাকা
বিদেশি দর্শনার্থী: ২০০ টাকা
সার্কভুক্ত দর্শনার্থী: ১০০ টাকা
কোথায় থাকবেন
জমিদার বাড়ী ভ্রমণে গিয়ে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। তবে সে জন্য আপনাকে মানিকগঞ্জ যেতে হবে। মানিকগঞ্জে থাকার জন্য অনেক গুলো হোটেল ও গেস্টহাউজ রয়েছে।
১। মানিকগঞ্জ রেসিডেনসিয়াল বোর্ডিং (বেসরকারি)
২০৮, শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ, বাংলাদেশ;
এখানে ১৬টি সিঙ্গেল এবং ১০টি ডবল কক্ষ রয়েছে।
ফোন: ০৬৫১-৬১৩৫৯
২। নবীন রেসিডেনসিয়াল বোর্ডিং (বেসরকারি)
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড (নবীন সিনেমা হলের পাশে), মানিকগঞ্জ, বাংলাদেশ;
এখানে ১৫টি সিঙ্গেল এবং ৭টি ডবল কক্ষ রয়েছে।
ফোন: ০১৭১২৬১১৪৫২
৩। জেলা পরিষদ বোর্ড হাউজ (সরকারি)
শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের পাশে, মানিকগঞ্জ, বাংলাদেশ;
ফোন: ০৬৫১-৬১৪৬৩
বিখ্যাত খাবার
মানিকগঞ্জ জেলার বিখ্যাত খাবার: খেজুর গুড়।
এছাড়া বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের তালিকা দেখে নিতে পারেন। ভ্রমণে গিয়ে সে স্থানের বিখ্যাত খাবার খেয়ে আসতে ভুলবেন না।
আপনার ভ্রমণ হোক নিরাপদ এবং আনন্দময়। GoArif -এর সাথেই থাকুন। ধন্যবাদ।
আরও: ভ্রমণ গাইড
ফেসবুক: Kuhudak
To know more about baliati palace visit http://www.baliatipalace.com